চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Digha: দিঘায় অন্যতম আকর্ষণ ‘ঢেউ সাগর’ অ্যামিউজমেন্ট পার্ক (Dheusagar Park) ভেঙে ফেলার নির্দেশ দিল জাতীয় পরিবেশ আদালতের পূর্বাঞ্চলীয় বেঞ্চ। উপকূলীয় নিয়ন্ত্রণ এলাকা আইন ভঙ্গ হওয়ার কারণে এই নির্দেশ দিয়েছে পরিবেশ আদালত। আদালত রাজ্যকে নির্দেশ দিয়েছে, আগামী তিন মাসের মধ্যে দিঘা (Digha) ঢেউ সাগরকে (Dheusagar Park) পুরোনো অবস্থায় ফিরিয়ে দিতে হবে। তবে রাজ্য এই আদেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে যেতে চলেছে বলে সূত্রের খবর।
দিঘার কাছে যাত্রানালায় সমুদ্রের ধারে এক সময় ভাগাড় ছিল। ২০১৯ সাল ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ এর সময় সেখানে থিম পার্কের পরিকল্পনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের ২০২০ সালে ‘ঢেউ সাগর’ নির্মাণের কাজ শুরু হয়। বর্তমানে পার্কের মঞ্চে সপ্তাহান্তে হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। রয়েছে বিভিন্ন জয় রাইড। ফলে পর্যটকদের কাছে এই ঢেউ সাগরের আকর্ষণ রয়েছে। কিন্তু এই থিম পার্ক তৈরি করতে গিয়ে পরিবেশ বিধি ভাঙা হয়েছে বলে অভিযোগ এনে পরিবেশ আদালতে মামলা করেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত।
সেই মামলায় জাতীয় পরিবেশ আদালতের পূর্বাঞ্চলীয় বেঞ্চের বিচারপতি বি অমিত স্থালেকর এবং বিশেষজ্ঞ সদস্য অরুণকুমার ভার্মা নির্দেশ দিয়েছেন আগামী তিন মাসের মধ্যে ঢেউ সাগর ভেঙে ফেলতে হবে রাজ্যকে। যদিও প্রশাসন সূত্রে খবর, একই আদালতের নির্দেশ কার্যকর করছে না রাজ্য। বরং রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যেতে চলেছে রাজ্য সরকার।