Midnapore: মেদিনীপুর মেডিক্যাল কলেজে (Midnapore Medical College) প্রসূতি মৃত্যুর ঘটনায় সাসপেন্ড হওয়া জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী জানান, জুনিয়র চিকিৎসকদের ভবিষ্যতের বিষয়টি বিবেচনা করে সাসপেনশন প্রত্যাহার করা হচ্ছে। একই সঙ্গে রাজ্যের জুনিয়র ও রেসিডেন্ট চিকিৎসকদের বেতন বৃদ্ধির ঘোষণাও করেছেন তিনি।
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মেদিনীপুরে যে কেসটা হয়েছিল, নিশ্চয়ই গাফিলতি ছিল। সেটার তদন্ত হচ্ছে। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত আমি কিছু বলব না। জুনিয়র ডাক্তারদের কয়েক জনকে সাসপেন্ড করা হয়েছিল। তাঁদেরও রিপোর্ট নিয়েছে পুলিশ। এটা হয়ত ঠিক, তাঁরা এখনও পাকাপোক্ত হননি। তাঁদের উপর ছেড়ে দিয়ে যাওয়াও ঠিক হয়নি। এক তরফা ভাবে তাঁরাও সাসপেন্ড হয়েছিলেন।” এরপর সাসপেনশন প্রত্যাহারের ঘোষণা করে তিনি বলেন, “জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবেন। তাঁদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশন তুলে নিচ্ছি।”
চলতি বছরের জানুয়ারী মাসে মেদিনীপুর মেডিকেল কলেজে সিজারের পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন ৫ জন প্রসূতি। তাঁদের মধ্যে মামণি রুইদাসের মৃত্যু হয়। অসুস্থ তিন রোগিনী মাম্পি সিংহ (২৩), নাসরিন খাতুন (১৯) এবং মিনারা বিবি (৩১) কে মেদিনীপুর মেডিকেল কলেজের আইসিইউ থেকে তিনটি অ্যাম্বুল্যান্সে গ্রিন করিডর করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মৃত্যু হয় মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন প্রসূতি রেখা সাউয়ের নবজাতক সন্তানের। অভিযোগ ওঠে একটি নির্দিষ্ট সংস্থার স্যালাইনকে কেন্দ্র করে। ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। সেই তদন্ত এখনও চলছে। অন্যদিকে চিকিৎসকদের দিকে অভিযোগের আঙুল তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর মেডিকেল কলেজের মোট ১৩ জন জুনিয়র ও সিনিয়র চিকিৎসককে সাসপেন্ড করে রাজ্য সরকার। দায়ের হয় এফআইআর। সাসপেন্ড হওয়া ৭ জন জুনিয়র চিকিৎসকের সাসপেনশন প্রত্যাহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে রাজ্যের জুনিয়র চিকিৎসকদের বেতন বৃদ্ধির ঘোষণাও করেছেন তিনি। ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের বেতন ৬৫ হাজার টাকা থেকে বেড়ে হবে ৮০ হাজার টাকা। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের বেতন ৭০ হাজার টাকা থেকে ৮৫ হাজার টাকা এবং পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের বেতন ৭৫ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা হচ্ছে। একই সঙ্গে ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সকলের বেতন ১০ হাজার টাকা করে বৃদ্ধি করা হচ্ছে।