স্বপ্নীল মজুমদার (ঝাড়গ্রাম): অমৃতভারত স্টেশনে উন্নীত হবে ঝাড়গ্রাম রেল স্টেশন (Jhargram Station)। সে জন্য রেলের জায়গায় থাকা ৩১টি দোকানকে উচ্ছদের নোটিশ ধরিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railway)। এমন পরিস্থিতিতে রেল চত্বরের ব্যবসায়ীদের দিশেহারা অবস্থা। শনিবার রেল চত্বরে (Jhargram Station) গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে সমস্যার কথা শুনলেন ঝাড়গ্রামের (Jhargram) তৃণমূল সাংসদ কালীপদ সরেন।
আরও পড়ুনঃ আজকের রাশিফল ২৩/২/২০২৫
সাংসদ আশ্বাস দিয়েছেন রেলের (Indian Railway) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়ে কথা বলবেন। সাংসদের সঙ্গে ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত মাহাতো, শহর তৃণমূলের সভাপতি তথা ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নবু গোয়ালা, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব শীট। স্টেশন লাগোয়া রেলের জায়গায় রয়েছে সব্জি বাজার ও নানা দোকানপাট। প্রায় ৪৫ বছর ধরে রেলকে ভাড়া দিয়ে স্থানীয় ব্যবসায়ীরা ব্যবসা করছেন। অমৃতভারত প্রকল্পে স্টেশনের উন্নতিকরণের কাজ শুরু হয়েছে। রেলের জায়গায় থাকা ২২৭টি দোকানের মধ্যে ৩১টি দোকানকে উচ্ছেদের নোটিশ ধরিয়েছে রেল।