Purulia Express Late: ট্রেন লেট? এ আর এমনকি! সে তো নিত্যনৈমিত্তিক ঘটনা। কিন্তু ধরুন যদি লেট হয় ৫-৬ ঘন্টা নিত্যদিন। না কোনও দূরপাল্লার ট্রেন নয়! ট্রেনটি আমাদের রাজ্যে চলা হাওড়া থেকে পুরুলিয়া ফেরার সুপারফাস্ট পুরুলিয়া এক্সপ্রেস (Purulia Express)। বিগত মাস ছয়েক ধরে ট্রেনটি (Purulia Express) লেট করার ঘটনা প্রাত্যহিক হয়ে উঠেছে। এর ফলে সমস্যায় পড়েছেন জঙ্গলমহল এলাকার বহু রেলযাত্রী।
আরও পড়ুনঃ আজকের রাশিফল ২১/২/২০২৫
সুপারফাস্ট পুরুলিয়া এক্সপ্রেস জঙ্গলমহলের যাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেন। ট্রেনটি হাওড়া থেকে ছাড়ার নির্ধারিত সময় বিকাল ০৪:৫০ এবং পুরুলিয়া পৌঁছানোর নির্ধারিত সময় রাত ১০:৪০ মিনিট৷ ফলে অনেকেই সকালে কাজে কলকাতা এসে এই ট্রেনে ফিরে যেতে পারেন। কিন্তু বিগত মাস ছয়েকে পাল্টে গিয়েছে ট্রেনটির গতিপ্রকৃতি। যাত্রীদের অভিযোগ, কোনও দিন পুরুলিয়া এক্সপ্রেস ছাড়ছে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ, কোনওদিন রাত সাড়ে ৮টা, আবার কখনও রাত ১০:২০ নাগাদ। কখনস্ল সময় পিছিয়ে ট্রেন ছাড়ছে রাত প্রায় ১২টা নাগাদ। ফলে ট্রেন কখন পুরুলিয়া পৌঁছাবে তার কোনও স্থিরতা নেই। আবার ট্রেন যে পুরুলিয়া পর্যন্ত যাবেই তারও নিশ্চয়তা নেই৷ ভোর সাড়ে ৪টে নাগাদ ট্রেন আদ্রা স্টেশনে পৌঁছে যাত্রা শেষ করেছে এমন দৃষ্টান্তও নাকি আছে। কিছুদিন আগেই পুরুলিয়া এক্সপ্রেসের এমন অস্বাভাবিক দেরীর প্রতিবাদে যাত্রীরা হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখান। কিন্তু ফলাফল একই।
যাত্রীদের একাংশের অভিযোগ, পুরুলিয়া এক্সপ্রেসের রেক হাওড়া-রাঁচী ইন্টারসিটি হিসেবে চালানো শুরু হয়েছে। তারপর থেকেই এই সমস্যার সূত্রপাত। আগে পুরুলিয়া এক্সপ্রেসের পৃথক রেক ছিল। এখন পুরুলিয়া এক্সপ্রেসের রেক বেলায় হাওড়ায় পৌঁছনোর পরে রাঁচী-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস হিসেবে রাঁচীর উদ্দেশে রওনা দেয়। সেখান থেকে পুনরায় হাওড়া-রাঁচী ইন্টারসিটি হিসেবে রেক হাওড়ায় আসে। তারপর সেটি পুরুলিয়া এক্সপ্রেস হিসেবে পুরুলিয়ায় উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দুপুর সাড়ে ৩ টে নাগাদ রাঁচী থেকে ট্রেনটির হাওড়া স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় থাকলেও ইদানিং ট্রেনটি পৌঁছাতে অস্বাভাবিক দেরী করছে। এর ফলে মাশুল গুণছে পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস। এই নিয়ে বহু অভিযোগ জমা পড়েছে রেলের ঘরে, হয়েছে বিক্ষোভ। কিন্তু সমস্যার সুরাহা কবে, তার সদুত্তর নেই কারও কাছে।