Kultali Tiger: দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাঘ অবশেষে খাঁচাবন্দি। সোমবার এই বাঘকে (Kultali Tiger) পাকড়াও করতে গিয়ে এক বনকর্মী জখম হন। তাঁর ঘাড়ে কামড় বসিয়ে পালায় বাঘটি। রয়্যাল বেঙ্গল টাইগারটিকে (Royal Bengal Tiger) ধরতে ছাগলের টোপ দিয়ে দু’টি খাঁচা পাতেন বনকর্মীরা। তাতেই মঙ্গলবার ভোর সাড়ে ৩টে নাগাদ ধরা পড়ে বাঘটি (Royal Bengal Tiger)। আপাতত বাঘটির স্বাস্থ্য পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুনঃ আজকের রাশিফল ১১/২/২০২৫
কুলতলির মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঘের আতঙ্ক তৈরি হয় রবিবার বিকাল থেকে। বাঘ দেখার দাবি করেন স্থানীয় বাসিন্দারা। জঙ্গলের দিকে বাঘের পায়ের ছাপও দেখতে পান তাঁরা। খবর দেওয়া হয় বন দফতরকে। বাঘটি যাতে লোকালয়ে প্রবেশ করতে না পারে তাই রবিবার রাতেই এলাকা লাইলনের জাল দিয়ে ঘিরে ফেলেন বন দফতরের কর্মীরা। সোমবার সকালে বাঘটিকে খাঁচাবন্দি করতে উদ্যত হন বনকর্মীরা। কিন্তু গণেশ শ্যামল নামে এক বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে ঘাড় কামড়ে ধরে বাঘটি। অন্য বনকর্মীদের চেষ্টার বাঘটি গণেশকে ছেড়ে পালিয়ে যায়। জখম বনকর্মী কলকাতায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন এখন।
এরপর বাঘটিকে ধরতে জঙ্গলের পাশে সবজি ক্ষেতে দু’টি খাঁচা পাতেন বনকর্মীরা। তাতে দেওয়া হয় ছাগলের টোপ। সেই খাঁচাতেই মঙ্গলবার ভোরে ধরা পড়ে দক্ষিণ রায়। বাঘটি একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘ। আপাতত তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। চিকিৎসকরা অনুমতি দিলে বাঘটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।