Mamata Banerjee: রাজ্যের বিভিন্ন রাস্তা, ফুটপাত এমনকি সরকারি ভবনের দেওয়াল। দেখা মিলবে লাল পিকের। পান বা গুটখা খেয়ে অনেকেই যত্রতত্র পিক (Guthka Spitting) ফেলেন। এবার এই ধরনের কাজ রুখতে আসতে পারে বিল। দিতে হবে মোটা জরিমানা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই বিল নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
বর্তমানে রাস্তাঘাটে যত্রতত্র গুটখা খেয়ে পিক ফেলতে দেখা যায় অনেককেই। এমনকি বিভিন্ন সরকারি অফিসের সিঁড়ির কোনের দেওয়ালগুলি সেই পিকে ক্রমশ রঙিন হয়ে উঠেছে। ১৯৮০ সালে পানের পিক, থুতু ফেলা ইত্যাদি নিয়ে পুর আইন রয়েছে। রয়েছে জরিমানার বিধিও। অনেক সময় এই ধরনের ঘটনায় জরিমানা করাও হয়। কিন্তু ইদানিং তা বহুল বৃদ্ধি পেয়েছে। তাই এই বিষয়ে কড়া পদক্ষেপ নিতে বিল নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার।
আগামী ১০ ফেব্রুয়ারি বিধানসভার বাজেট অধিবেশন। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এটি শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে তৃণমূল সরকারের। এই বাজেট অধিবেশনেই পান, গুটখা খেয়ে পিক ফেলার বিরুদ্ধে বিল পেশ হতে পারে বলে খবর। এছাড়া সীমান্তে সুরক্ষার জন্য রাজ্যের কাছে জমি চেয়েছিল বিএসএফ। সেই জমি দেওয়ার বিষয়েও সবুজ সংকেত মিলতে পারে আসন্ন অধিবেশনে।