Kharagpur Rail: কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদে রেল বাজেট নিয়ে বিস্তারিত ভাবে বক্তব্য পেশ করেছেন সোমবার৷ তারপর থেকেই খড়গপুর থেকে সাঁতরাগাছি (Kharagpur Santragachi Line) পর্যন্ত চতুর্থ রেললাইন নিয়ে তৈরি হয়েছে সম্ভাবনা। খড়গপুর (Kharagpur) থেকে সাঁতরাগাছি (Santragachi) পর্যন্ত এই চতুর্থ রেলপথ চলতি বছরেই অনুমোদন পেতে পারে বলে আশাবাদী খড়গপুর ডিভিশনের (Kharagpur Division) রেলকর্তাদের একাংশ।
আরও পড়ুনঃ Horoscope: আজকের রাশিফল ৫/২/২০২৫
অন্যদিকে রেলের তরফে প্রাপ্তির তালিকায় রয়েছে দুই মেদিনীপুরই। রেল বাজেট পেশ করার পরে সাংবাদিক বৈঠকে রেলমন্ত্রী জানিয়েছেন, দিঘা – জলেশ্বর রুটে চলবে ট্রেন। সেই সঙ্গে খড়গপুর থেকে ঝাড়খণ্ডের আদিত্যপুর রুটে প্রস্তাবিত ১৩২ কিলোমিটারের মধ্যে বকেয়া ৪২ কিলোমিটার রেল পথের কাজ শেষ করা হবে। এই কাজে ১৩১২ কোটি টাকা মঞ্জুর করা হয়েছিল। রুটের ১৯টি প্রস্তাবিত ওভারব্রিজের মধ্যে ১৭টির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে বলে খবর রেল সূত্রের।
রেল বাজেট শেষে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন খড়গপুর ডিভিশনের ডিআরএম। তিনি জানিয়েছেন, সামগ্রিক ভাবে রেল খাতে এই বাজেটে পশ্চিমবঙ্গের বরাদ্দ ১৩ হাজার ৯৫৫ কোটি টাকা। রেলযাত্রীদের ভিড় নিয়ন্ত্রণে রাখতে বিকল্প টার্মিনাল স্টেশন হিসেবে সাঁতরাগাছি ও শালিমার উন্নীত করার কাজ চলছে। সেক্ষেত্রে শীঘ্রই খড়গপুর থেকে সাঁতরাগাছি পর্যন্ত চতুর্থ রেলপথ অনুমোদন পেতে পারে বলে আশাবাদী রেলকর্তারা। এখনও পর্যন্ত এই রুটে মোট তিনটি লাইন রয়েছে। এক্সপ্রেস, প্যাসেঞ্জার, লোকাল, মালগাড়ি মিলিয়ে প্রত্যহ বহু ট্রেন যাতায়াত করে দেশের অন্যতম ব্যস্ত এই রুটে। চতুর্থ লাইন তৈরি হলে তিনটি লাইনের উপর চাপ অনেকটাই কমবে। ট্রেনগুলির বিভিন্ন স্টেশনে অপেক্ষার সময়ও সঙ্কুচিত হবে। এছাড়া রুটে প্রয়োজন মতো চালানো যাবে নতুন ট্রেন।