Planetary Alignment: আকাশে একই সরলরেখায় অবস্থান করছে একাধিক গ্রহ – শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। গ্রহের অবস্থানের (Planetary Alignment) এমনই বিরল দৃশ্য পরিলক্ষিত হল পৃথিবী থেকে। সেই দৃশ্যের সাক্ষী থাকলো মেদিনীপুরও (Midnapore)। সৌজন্যে মেদিনীপুর কলেজের (Midnapore College) পদার্থবিদ্যা বিভাগ। শনিবার রাতে কলেজের (Midnapore College) আকাশ পর্যবেক্ষণ কেন্দ্র থেকে টেলিস্কোপের মাধ্যমে এই দৃশ্য পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়।
আরও পড়ুনঃ Horoscope : আজকের রাশিফল ২৬/১/২০২৫
বিগত কয়েকদিন ধরেই শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন গ্রহ আকাশে অবস্থান করছে এক সরলরেখায়। ২১ থেকে ২৯ জানুয়ারি রাতের আকাশে এই দৃশ্য পরিলক্ষিত হবে। একটু উন্নতমানের টেলিস্কোপ থাকলেই তা পর্যবেক্ষণ করা যাবে। তবে গতকাল শনিবার অর্থাৎ ২৫ জানুয়ারি, সন্ধ্যা ৬টা থেকে রাত্রি সাড়ে ৮টা পর্যন্ত ছিল এই পর্যবেক্ষণের প্রকৃষ্ট সময়। সেই জন্য মেদিনীপুর কলেজের পদার্থবিদ্যা (Physics) বিভাগের অধীন এন.সি রানা আকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের তরফেও এই দৃশ্য পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়।
শনিবার সন্ধ্যায় এই মহাজাগতিক দৃশ্য টেলিস্কোপের মাধ্যমে প্রত্যক্ষ করানো হয় এন.সি রানা আকাশ পর্যবেক্ষণ কেন্দ্রে। কলেজের অধ্যাপক ও ছাত্রছাত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা। টেলিস্কোপের মাধ্যমে এমন বিরল দৃশ্য পর্যবেক্ষণের পর আপ্লুত সকলেই।