চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Contai Fake Lawyer: ভুয়ো ডাক্তার, ভুয়ো পুলিশ এমনকি ভুয়ো সিবিআই অফিসার দেখেছে এই রাজ্য। এবার তাতে নতুন সংযোজন, ভুয়ো আইনজীবী (Fake Lawyer)। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের (Purba Midnapore) কাঁথি (Contai)। কাঁথি (Contai) আদালতে ভুয়ো আইনজীবী (Fake Lawyer) সন্দেহে গ্রেফতার হলেন এক যুবক। আদালতের বিচারকের সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন বেআইনি এফিডেভিট বানানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
জানা গিয়েছে, অভিযুক্ত যুবক নিজেকে আইনজীবী পরিচয় দিতেন। অভিযোগ, আদালত পরিকাঠামোর ভিতরে আইনজীবীদের অব্যবহৃত বিশ্রাম কক্ষে নাকি তিনি দিনের পর দিন বেআইনি কাজ চালাতেন। আদালতের বিচারকের সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন বেআইনি এফিডেভিট বানানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বহু মক্কেল তাঁর মাধ্যমে হাজার হাজার টাকার প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ। সাম্প্রতিক সময়ে এই ধরণের বিভিন্ন অভিযোগ কানে আসছিল কাঁথি আদালতের আইনজীবীদের।
বৃহস্পতিবার বিষয়টি নজরে আসে ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের। অভিযুক্ত যুবককে সঙ্গে সঙ্গে পাকড়াও করে আইনজীবীদের হাতে তুলে দেন তাঁরা। আইনজীবীরা প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদের পর সন্দেহ হওয়ায় রামনগর থানায় খবর দেন। পুলিশের হাতে তুলে দেওয়া হয় রামনগর থানায় এলাকার মুকুন্দপুরের বাসিন্দা ননীগোপাল শীট নামে অভিযুক্ত ঐ যুবককে। কাঁথির ক্রিমিনাল বার এসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগও জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে কাঁথি আদালত চত্বরে।