Midnapore: মদ খেয়েই মৃত দুই বেয়াই, কী ছিল বোতলে তা নিয়ে ঘনাচ্ছে রহস্য

Published On:

Midnapore: মদের বোতল (Liquor Death) কুড়িয়ে পেয়েছিলেন! তা নিয়ে বেয়াইয়ের সঙ্গে মদ্যপান করতে বসেছিলেন। কিন্তু কয়েক চুমুক খেয়েই মৃত্যু হল দু’জনের! পশ্চিম মেদিনীপুরের (Paschim Midnapore) গড়বেতা থানার (Garbeta) চন্দ্রকোনা রোড পুলিশ বীট হাউসের অধীন উড়াসাই গ্রামের এই ঘটনায় ঘনাচ্ছে রহস্য। ঐ বোতলে কী আদৌ মদ ছিল, নাকি অন্য কিছু? মৃত্যুর কারণই বা কী?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উড়াসাই গ্রামে আত্মীয় বাড়িতে অনুষ্ঠান উপলক্ষে এসেছিলেন কেশপুর ব্লকের মুগবসান এলাকার বাসিন্দা সন্তু রুইদাস (৬২) এবং গড়বেতার বাসিন্দা গনেশ রুইদাস (৫৬)। বুধবার তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু আগের দিন রাতে মেলায় গিয়ে একটি মদের বোতল কুড়িয়ে পেয়েছিলেন তাঁরা। মদের বোতলটির সিল খোলা ছিল এবং খানিকটা খালি ছিল। বুধবার সকালে তা নিয়ে সম্পর্কে দুই বেয়ান মদ্যপান করতে বসেন। কিন্তু কয়েক চুমুক খেতেই দুজনেরই গোটা শরীরে কাঁপুনি শুরু হয়৷ তাঁরা অচৈতন্য হয়ে পড়েন। এরপর তাঁদের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সন্তু রুইদাসকে মৃত বলে ঘোষণা করেন। গনেশ রুইদাসের চিকিৎসা শুরু হলেও অল্প সময় পরে তাঁরও মৃত্যু হয়।

কুড়িয়ে পাওয়া বোতলের মদ পান করে এই ভাবে মৃত্যুতে তৈরি হয়েছে রহস্য। বোতলে বিষ মদ ছিল কিনা তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা। যদিও ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবেনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।