West Bengal School: দেশে লজ্জার শীর্ষস্থান অর্জন করলো পশ্চিমবঙ্গ (West Bengal)! পশ্চিমবঙ্গে গত শিক্ষাবর্ষে তিন হাজারেরও বেশি স্কুলে (West Bengal School) কোনও পড়ুয়া ভর্তিই হয়নি! ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন রাজ্যে স্কুল পড়ুয়া (School Student) ভর্তির হার নিয়ে পরিসংখ্যান প্রকাশ করেছে কেন্দ্র। সেই রিপোর্ট প্রকাশ্যে আসতেই রাজ্যের শিক্ষামহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১২৯৫৪টি স্কুলে কোনও পড়ুয়া ভর্তি হয়নি। সেই স্কুলগুলিতে শিক্ষক ছিলেন ৩১ হাজার ৯৮১ জন। তার মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ। রাজ্যের ৩২৫৪টি স্কুলে কোনও পড়ুয়া ভর্তি হয়নি। এই স্কুলগুলিতে ১৪ হাজার ৬২৭ জন শিক্ষক ছিলেন। দেশের প্রায় ১ লক্ষ ১০ হাজার স্কুলে পড়ুয়া ভর্তি হলেও সেখানে মাত্র এক জন করে শিক্ষক রয়েছেন। আমাদের রাজ্যে এক জন শিক্ষক থাকা স্কুলের সংখ্যা ৬ হাজার ৩৬৬টি। পড়ুয়া ভর্তি না হওয়ার নিরিখে দ্বিতীয় রাজস্থান। সেখানে ২১৬৭টি স্কুলে কোনও পড়ুয়া ভর্তি হয়নি। তৃতীয় তেলঙ্গানা। এই রাজ্যে ২০৯৭টি স্কুলে কোনও পড়ুয়া ভর্তি হয়নি।
কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের অধীনস্থ ‘ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস’ বিগত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্কুল সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে রিপোর্টের ভিত্তিতে। রাজ্য সরকারগুলির তরফে অনলাইন ব্যবস্থায় স্কুল সংক্রান্ত সমস্ত তথ্য আপলোড করা হয়। সেই তথ্যের ভিত্তিতেই এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।