Purulia Weather: পুরুলিয়ার কাছে দার্জিলিং পরাস্ত! ঠান্ডার ঠান্ডা-লড়াই জোরকদমে

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Purulia Weather: পুরুলিয়ার কাছে পরাস্ত দার্জিলিং (Darjeeling)! পুরুলিয়ার (Purulia) ঠান্ডা হার মানালো শৈলশহরকে। গত বৃহস্পতিবার ও শুক্রবার চলতি শীতের মরশুমে এখনও পর্যন্ত দ্বিতীয় শীতলতম দিন ছিল কলকাতায়। ব্যতিক্রম হয়নি শনিবারও। তারই মধ্যে আলিপুর আবহাওয়া অফিসের তথ্য বলছে, শুক্রবার দার্জিলিংয়ের (Darjeeling Temperature) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৪ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু পুরুলিয়ার (Purulia Temperature) সর্বনিম্ন তাপমাত্রা ঐদিন ছিল ৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা পারদপতনের বিচারে দার্জিলিং-এর চেয়ে কম!

শীতের শুরুর দিকে শীত একটু ধিমে গতিতে পড়লেও, ডিসেম্বরের শেষ থেকে শীত পড়েছে জমিয়ে। পাল্লা দিয়ে হয়েছে পারদপতন। বিগত কয়েকদিন ঠান্ডার নিরিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংকে কড়া টক্কর দিচ্ছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রায় দার্জিলিংকে পিছনে ফেলে দিয়েছে পুরুলিয়া। শুক্রবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং পুরুলিয়ার ৬.১ ডিগ্রি। শুধুমাত্র পুরুলিয়া নয়। উত্তরবঙ্গের একাধিক শহরকে ঠাণ্ডার নিরিখে পিছনে ফেলেছে দক্ষিণবঙ্গ। তথ্য বলছে, উত্তরবঙ্গের বাগডোগরা (৮.৬), কালিম্পং (৯.৫), জলপাইগুড়ি (৯.৪), কোচবিহার (৯.৭)কে পিছনে ফেলেছে ঝাড়গ্রাম (৮.৫), শ্রীনিকেতন (৮.৬) ও আসানসোলের (৯.৬) সর্বনিম্ন তাপমাত্রা।

Purulia Weather: পুরুলিয়ার কাছে দার্জিলিং পরাস্ত! ঠান্ডার ঠান্ডা-লড়াই জোরকদমে

শীতের আমেজের সঙ্গে পুরুলিয়ার পর্যটকদের আগমন

শনিবারও এই ঠান্ডা অপরিবর্তিত রয়েছে। যদিও এখনও আবহাওয়া দফতরের তরফে সম্পূর্ণ তথ্য মেলেনি। কিন্তু আগামী কয়েকদিন এই ঠান্ডার ব্যাটিং কিছুটা রুদ্ধ হতে চলেছে। সৌজন্যে পশ্চিমি ঝঞ্ঝা। উত্তর–পশ্চিম দিক থেকে মধ্য ভারত হয়ে বাংলা তথা পূর্ব ভারতে কনকনে ঠান্ডা উত্তুরে হাওয়া প্রবেশ করে। কিন্তু পশ্চিমি ঝঞ্ঝার কারণে তা বাধাপ্রাপ্ত হতে পারে। ফলে দক্ষিণবঙ্গে বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রা অল্প বৃদ্ধি পেতে পারে।