Midnapore Raid: ১২ ঘন্টা অতিক্রান্ত! মেদিনীপুরে ম্যারাথন রেড আয়কর দফতরের

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore Raid: ১২ ঘন্টা অতিক্রান্ত! মেদিনীপুরের (Midnapore) বিখ্যাত ব্যবসায়ী বসু পরিবারের বাড়ি ও ব্যবসায়িক ক্ষেত্র মিলিয়ে ৪ জায়গায় চলছে ম্যারাথন রেড (Income Tax Raid)। মেদিনীপুরের (Midnapore) ব্যবসায়ী গণপতি বসুর তিন ছেলে রাম বসু, লক্ষণ বসু, চন্দন বসুর সমস্ত কারখানা এবং আবাসনে বৃহস্পতিবার সকাল থেকে চলছে আয়কর দফতরের রেড। রেড চলা জায়গাগুলি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ আয়কর দফতরের আধিকারিকরা ৩-৪ টে গাড়িতে উপস্থিত হন মেদিনীপুরের আমতলা সংলগ্ন সদরঘাট এলাকার গণপতি বসু স্মৃতি সদনে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প সহ একাধিক ব্যবসা রয়েছে বসু পরিবারের। তাঁদের পরিবারের এক সদস্য পশ্চিম মেদিনীপুর জেলা চেম্বার অফ কমার্সের সদস্য। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা শহরে।

Midnapore Raid: ১২ ঘন্টা অতিক্রান্ত! মেদিনীপুরে ম্যারাথন রেড আয়কর দফতরের

মেদিনীপুরে গণপতি বসু স্মৃতি সদন

বসু পরিবারের বসত বাড়ি ছাড়াও কারখানা ও অফিস মিলিয়ে চার জায়গায় চলছে আয়কর দফতরের তল্লাশি। দুপুর ১২ টা নাগাদ বাইরে থেকে খাবার আসতে দেখা যায়। সকালের ৩-৪টি গাড়ির পরে আরও একাধিক গাড়িতে আধিকারিকরা তল্লাশিস্থলে আসেন বলে খবর। এইদিন রাত ০৯:৩০ পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী আয়কর আধিকারিকদের রেড জারি রয়েছে। বাড়িতেই আটকে রয়েছেন পরিবারের সদস্যরা।