চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Digha Rules: বর্ষবরণে বছরের শেষদিন ও নতুন বছরের প্রথম দিনে পর্যটকদের ঢল নামলো সৈকত শহর দিঘায় (Digha)। তৈরি হল জনসমুদ্র। মঙ্গলবার থেকেই দিঘার (Digha Tour) ছোট বড় কোনও হোটেলই প্রায় খালি নেই। চলতি সপ্তাহে এই ভিড় অব্যাহত থাকবে বলেই আশা করছেন দিঘার হোটেল মালিকরা। রয়েছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা, সিসিটিভি। সমুদ্র স্নানের সময় দুর্ঘটনা এড়াতে রয়েছেন নুলিয়ারাও। তবে সৈকত শহর দিঘাকে আকর্ষণীয় করে তুলতে নতুন বছরের শুরু থেকেই লাগু হচ্ছে একাধিক নিয়ম।
সূত্রের খবর, আগামী এপ্রিল মাসে দিঘার নতুন জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। তার আগে সমগ্র দিঘা শহরকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন, ডিএসডিএ এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের তরফে বৈঠক হয়। সেখানে সৈকত শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও আরও নিরাপদ করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১. এখন থেকে সৈকত শহরে যত্রতত্র আবর্জনা ফেলা যাবে না। হোটেলগুলিকে বর্জ্য ফেলার নির্দিষ্ট প্লাস্টিকের ডাস্টবিন দেওয়া হবে। সেই ডাস্টবিন থেকে নিয়মিত আবর্জনা সংগ্রহ করে নিষ্কাশনের ব্যবস্থা করবেন দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কর্মীরা। হোটেলগুলি নিয়ম না মানতে মোটা অঙ্কের জরিমানা করা হবে।
২. পর্যটকেরা হোটেলে আসার পরেই তাঁদের তথ্য ‘অতিথি’ পোর্টালে আপডেট করতে হবে। সেই তথ্য অনুযায়ী পর্যটকদের সংখ্যার উপর ভিত্তি করে হোটেলগুলি থেকে নির্ধারণ ট্যাক্স সংগ্রহ করবে ডিএসডিএ কর্তৃপক্ষ। তথ্যে গরমিল করলে এক্ষেত্রেও জরিমানা দিতে হবে হোটেলগুলিকে।
৩. দিঘায় পর্যটক বা হোটেল ব্যবসায়ীরা কোনও সমস্যায় পড়লে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন ৭৫০১২৯৫০০১ নম্বরে।