Kharagpur IIT Director: বাঙালি ডিরেক্টর সামলাবেন আইআইটি খড়গপুরের দায়িত্ব

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Kharagpur IIT Director: মেয়াদ সম্পূর্ণ হল অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারির। এখন থেকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে আইআইটি খড়গপুরের (IIT Kharagpur) অধিকর্তার দায়িত্ব সামলাবেন আইআইটি বারাণসীর (IIT BHU)-র বাঙালি ডিরেক্টর (Director) অধ্যাপক অমিত পাত্র। আগামী ডিরেক্টর নিয়োগ না হওয়া পর্যন্ত এই দায়িত্বভার পালন করবেন অধ্যাপক পাত্র (Amit Patra)। প্রতিষ্ঠানের তরফে এই বিষয়ে জারি করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তি।

প্রসঙ্গত উল্লেখ্য, অধিকর্তা হিসেবে গত ৩১ ডিসেম্বর পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হয়েছে অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারির। এই দিনই আইআইটি খড়গপুরের ডেপুটি ডিরেক্টর অধ্যাপিকা রিন্টু বন্দ্যোপাধ্যায়, রেজিস্ট্রার অমিত জৈন প্রমুখদের উপস্থিতিতে অধিকর্তার দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক অমিত পাত্র। ২০২৪ সালের এপ্রিল মাস থেকে আইআইটি বারাণসীর-র ডিরেক্টর পদে রয়েছেন তিনি। এখন থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে আইআইটি খড়গপুরের অধিকর্তার দায়িত্বও পালন করবেন তিনি।

ডিরেক্টর অধ্যাপক অমিত পাত্র নিজে আইআইটি খড়গপুরের প্রাক্তনী। খড়গপুর আইআইটি থেকে তিনি ১৯৮৪ সালে বিটেক, ১৯৮৬ সালে এমটেক এবং ১৯৯০ সালে পিএইচডি সম্পূর্ণ করেন। ১৯৮৭ সাল থেকে তিনি আইআইটি খড়গপুরেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানের একাধিক গবেষণা ও উল্লেখ্যযোগ্য কাজের ক্ষেত্রে তাঁর যোগদান রয়েছে। এবার প্রতিষ্ঠানের অধিকর্তা হিসাবে দায়িত্ব নিয়ে বৃত্ত সম্পূর্ণ করলেন তিনি।