Midnapore Medical: অসাধ্যসাধন মেদিনীপুর মেডিক্যালে, প্রাণ বাঁচলো রোগিনীর

Published On:

Midnapore Medical: অসাধ্যসাধন করলো মেদিনীপুর মেডিক্যাল কলেজ! বিরল টিউমারের অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (Midnapore Medical College Hospital)। তাৎপর্যপূর্ণ ভাবে বিশ্বে মাত্র ১২ জন রোগীর ক্ষেত্রে এই অস্ত্রোপচার হয়েছে। এক রোগিনীর ৫ কেজির ব্রেস্ট টিউমারের সফল অস্ত্রোপচার করলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের (Midnapore Medical) সিনিয়র চিকিৎসকদের বোর্ড।

দাঁতন থানা এলাকার বাসিন্দা খুকুমণি কিস্কুর একটি কন্যা সন্তান রয়েছে। তাঁর অসুস্থতার সূত্রপাত বছর সাতেক আগে। তাঁর স্তনে ফোঁড়া মতো উদ্ভেদ লক্ষ্য করেন তিনি। কিন্তু বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেননি। পরে চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারেন, তাঁর ব্রেস্ট টিউমার হয়েছে। দীর্ঘ দিন হোমিয়োপ্যাথি চিকিৎসা করালেও বিশেষ প্রতিকার হয়নি। টিউমারটি আকারে বৃদ্ধি পাওয়ায় তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকেরা। অভাবের সংসারে অস্ত্রোপচারের টাকা যোগাড়ে সমস্যা তৈরি হয়। মাসখানেক আগে বাড়িতেই একদিন হঠাৎ অজ্ঞান হয়ে যান খুকুমণি। তাঁকে প্রথমে বেলদা গ্রামীণ হাসপাতালে ও পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

পরীক্ষায় দেখা যায়, টিউওমারটি ফিলোডস টিউমার। ব্রেস্ট টিউমারের সঙ্গে রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া রয়েছে তাঁর। ইনসুলিনের ন্যায় গ্রোথ ফ্যাক্টর- ২ ক্ষরণও হচ্ছে। কিন্তু সেই টেস্টের ব্যবস্থা এদেশে না থাকায় বিরল এক্সটেনসিভ এন্ডোক্রিনোলজিক্যাল টেস্টের পরে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন মেদিনীপুর মেডিকেল কলেজের চিকিৎসকেরা। হাসপাতালের মেডিসিন, সার্জারি, কার্ডিয়োলজি ও অ্যানেস্থেসিওলজি বিভাগের সিনিয়র চিকিৎসকদের নিয়ে গঠিত হয় বিশেষ মেডিকেল বোর্ড। ২০ ডিসেম্বর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। আপাতত রোগিনী সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।