চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Tigress Jinat: প্রায় সাড়ে ৬ বছর পর শাপমুক্তি! বাঁকুড়ার (Bankura) জঙ্গলে সুস্থ শরীরেই পাকড়াও করা হল বাঘিনী জিনাতকে (Tigress Jinat)। স্বস্তির শ্বাস ফেললো অতীতের দোষে লজ্জিত পশ্চিম মেদিনীপুরের (Paschim Midnapore) বাগঘরা। ২০১৮ সালের মর্মান্তিক পরিণতির পুনরাবৃত্তি হয়নি। মুকুটমণিপুর সংলগ্ন গোঁসাইডিহির জঙ্গলে ঘুমপাড়ানি গুলিতে জিনাতকে (Jinat) ঘায়েল করে খাঁচাবন্দি করলেন বনকর্মীরা।
সেটা ২০১৮ সালের এপ্রিল মাস। বাঘিনী জিনাতের মতোই সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প থেকে পালিয়ে আসে একটি পূর্ণবয়স্ক বাঘ। আশ্রয় নেয় পশ্চিম মেদিনীপুরের চাঁদরা রেঞ্জের বাগঘরার জঙ্গলে। অভিযোগ, সেখানেই শিকারীরা টাঙ্গি, বল্লম নিয়ে বাঘটিকে ঘিরে ধরে। বাঘও লাফিয়ে এলে ঐ সব অস্ত্রের আঘাতে মৃত্যু হয় বাঘটির। ঘটনায় তীব্র সমালোচনায় বিদ্ধ হয় পশ্চিমবঙ্গ তথা পশ্চিম মেদিনীপুরের বাগঘরা। উক্ত মামলাটি এখনও আদালতের বিচারাধীন। ২০১৮ সালের সেই ঘটনা নিয়ে তাই আগাগোড়াই সতর্ক ছিল বন দফতর। সতর্ক ছিল মেদিনীপুরও। বাগঘরা সহ মেদিনীপুরের বাসিন্দারা চেয়েছিলেন সুস্থ শরীরে ধরা পড়ুক জিনাত। অবশেষে তাই হল।

বাঘিনী জিনাত
শনিবার সকালে পুরুলিয়ার জঙ্গল থেকে বাঁকুড়ার রানিবাঁধ থানার গোঁসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে চলে এসেছিল জিনাত। তাকে ধরতে গোটা জঙ্গল ঘিরে ফেলে জায়গায় জায়গায় আগুন লাগানো হয়। তারপর জিনাতের গলায় থাকা রেডিও কলারের সিগন্যাল ট্র্যাক করে অবস্থান নিশ্চিত করেন বন দফতর কর্মীরা। তাকে খুঁজে বের করে চালানো হয় ঘুমপাড়ানি গুলি। সেই গুলিতেই বাঘিনী কাবু হয়। তারপর তাকে খাঁচাবন্দি করা হয়। এই রাজ্যে প্রবেশের পর থেকে গত এক সপ্তাহ সময় ধরে বন কর্মীদের সঙ্গে লুকোচুরি চলছিল জিনাতের।