Tigress Jinat: অবশেষে বন্দিনী বাঘিনী! জিনাতকে বাঁকুড়ায় খাঁচাবন্দি করলো বন দফতর

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Tigress Jinat: অবশেষে বন্দিনী বাঘিনী! জিনাতকে (Tigress Jinat) বাঁকুড়ায় (Bankura) খাঁচাবন্দি করলো বন দফতর। রবিবার বিকেল ৪টে নাগাদ বাঁকুড়ার জঙ্গলে জিনাতকে (Jinat) লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোঁড়েন বনদপ্তরের কর্মীরা তাতেই কাবু হয় সে। তারপরেই তাকে খাঁচাবন্দি করা হয়। দিন সাতেকের লুকোচুরি শেষে রবিবার জিনাত ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন স্থানীয় গ্রামবাসী ও বনদপ্তর কর্মীরা।

শনিবার সকালে পুরুলিয়ার জঙ্গল থেকে বাঁকুড়ার রানিবাঁধ থানার গোঁসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে চলে এসেছিল জিনাত। তাকে ধরতে গোটা জঙ্গল ঘিরে ফেলে জায়গায় জায়গায় আগুন লাগানো হয়। তারপর জিনাতের গলায় থাকা রেডিও কলারের সিগন্যাল ট্র‍্যাক করে অবস্থান নিশ্চিত করেন বন দফতর কর্মীরা। তাকে খুঁজে বের করে চালানো হয় ঘুমপাড়ানি গুলি। সেই গুলিতেই বাঘিনী কাবু হয়। তারপর তাকে খাঁচাবন্দি করা হয়। এই রাজ্যে প্রবেশের পর থেকে গত এক সপ্তাহ সময় ধরে বন কর্মীদের সঙ্গে লুকোচুরি চলছিল জিনাতের।

সিমলিপালের ব্যাঘ্র প্রকল্পের সংরক্ষিত বনাঞ্চলের পূর্ণ বয়স্ক বাঘিনী জিনাত। কিছুদিন আগে নিজের স্বাভাবিক বিচরণস্থল ত্যাগ করে ঝাড়খণ্ডের দিকে চলে আসে সে। অনুমান, সিমলিপাল থেকে গুরবান্দা হয়ে সুবর্ণরেখা নদী পেরিয়ে ঝাড়খণ্ডে পৌঁছে ছিল বাঘিনীটি। তারপর থেকে জামশেদপুর বন বিভাগের চাকুলিয়া রেঞ্জের জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাকে। মিলেছিল গবাদি পশুর দেহাবশেষও। ঝাড়গ্রাম-ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে এর জেরে আতঙ্ক ছড়ায়। রাজ্য বন বিভাগ কড়া পাহারা বসায়। সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা তাকে ধরতে গভীর জঙ্গলে খাঁচা বসায়। ছাগল, মহিষের টোপও দেওয়া হয়। কিন্তু বাঘিনী ধরা দেয়নি। দিন কয়েক চাকুলিয়ার জঙ্গলে ঘুরে অভিমুখ বদলেছিল বাঘিনীটি। মনে করা হয়েছিল, ওড়িশার দিকে ফিরে চলেছে সে। কিন্তু বাংলা-ঝাড়খণ্ড সীমানা পেড়িয়ে ঝাড়গ্রামে প্রবেশ করে জিনাত। ঝাড়গ্রামের শিমূলপাল গ্রাম পঞ্চায়েতের কচুটুয়া-মাঝগেড়িয়ার জঙ্গলে ঢুকে পড়ে সে। তারপর ঝাড়গ্রাম থেকে পুরুলিয়ার রাইকা পাহাড়। এরপর আস্তানা বদলে পাশের ভাঁড়ারি পাহাড়ের জঙ্গলে ঘাঁটি গাড়ে সে। তারপর প্রায় ১৫ কিমি এলাকা পার হয়ে পুরুলিয়ার মানবাজার ২ ব্লকের শুশুনিয়া-বুরুডি এলাকায় চলে আসে জিনাত। পুরুলিয়া পার হয়ে এরপর বাঁকুড়ায় জঙ্গলে ঢুকেছিল বাঘিনী। সেখানেই ধরা পড়লো সে।