Vinod Kambli: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে ভর্তি কাম্বলি, অবস্থা সংকটজনক!

Published On:

বিক্রম ব্যানার্জী: ফের শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন শচীন বন্ধু তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি(Vinod Kambli)। শনিবার মাঝরাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় থানের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসক সূত্রে খবর, এখনও সম্পূর্ণ সুস্থ নন ভারতের প্রাক্তন তারকা।

বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, মুত্রজনিত সমস্যায় বহুদিন ধরেই ভুগছিলেন প্রাক্তন ভারতীয় ব্যাটার। মাঝেমধ্যেই বাড়িতে থাকাকালীন শরীরে অস্বাভাবিক যন্ত্রণা অনুভব করতেন তিনি। পরিবার সূত্রে খবর মাঝেমধ্যেই মাথা চক্কর দিয়ে উঠত তাঁর। গত শনিবার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে জেনে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, প্রাক্তন খেলোয়াড়কে।

চিকিৎসকরা জানিয়েছেন এখনও সংকটমুক্ত নন কাম্বলি। তবে আপাতত শচীন বন্ধুর অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা তাঁর বেশ কিছু মেডিকেল টেস্ট করতে দিয়েছেন। সেগুলির রিপোর্ট হাতে আসলে তবেই নিখুঁত ভাবে জানা যাবে প্রাক্তন ভারতীয় তারকার বর্তমান শারীরিক অবস্থা। যদিও এখন, চিকিৎসকদের 24 ঘন্টার নজরদারিতে রয়েছেন কাম্বলি।

সম্প্রতি শচীন ও কাম্বলির প্রাক্তন কোচ রামাকান্ত আচরেকেরের মূর্তি উদ্বোধনের শুভ দিনে মুম্বইয়ের শিবাজি পার্কে উপস্থিত হয়েছিলেন বিনোদ। সেখানে তাঁকে কোনও মতে ধরে চেয়ারে বসিয়েছিলেন উদ্যোক্তারা। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে দেখে বোঝাই যাচ্ছিল তাঁর শারীরিক অবস্থার কথা। শরীরের পাশাপাশি মানসিক দিক থেকেও তিনি যে একেবারেই অসুস্থ সে বিষয় বুঝতে বাকি ছিল না কারোরই। আর সেই মুহূর্ত যেতে না যেতেই আবারও হাসপাতালমুখি হতে হলো তাঁকে।

আরও পড়ুন: আল্লু অর্জুনের বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি ভক্তদের! কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চলল তুমুল বিক্ষোভ, সমাজ মাধ্যমে হুঁশিয়ারি পুষ্পার