Allu Arjun: আল্লু অর্জুনের বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি ভক্তদের! কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চলল তুমুল বিক্ষোভ, সমাজ মাধ্যমে হুঁশিয়ারি পুষ্পার

Published On:

বিক্রম ব্যানার্জী: আদালতে জামিন হলেও থেমে থাকেনি বিক্ষোভ। পুষ্পা ছবির প্রিমিয়ারে আল্লু অর্জুনের উপস্থিতি ঘিরে মহিলা ভক্তের মৃত্যু এবং তাঁর ছেলে শ্রী তেজের বিচারের দাবিতে সরব হয়েছেন অসংখ্য মানুষ। আল্লুর(Allu Arjun) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অভিনেতার প্রাসাদসম বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন স্থানীয় জনেরা। সেই সাথে দক্ষিণী সুপারস্টারের সঙ্গে জড়িয়েছে রাজনৈতিক সমালোচনাও।

বেশ কিছু সূত্র মারফত খবর, রবিবার দক্ষিণী অভিনেতার হায়দরাবাদের জুবিলি হাইসের সামনে মৃতা ও ছেলে শ্রী তেজের বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন বহু সাধারণ মানুষ। বেশ কয়েকজনকে অভিনেতার বাড়ি লক্ষ্য করে পাথর ছুড়তেও দেখা গিয়েছে। বিক্ষোভকারীদের একটা বড় অংশ মূলত এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আল্লুর বাড়ির সামনে তুমুল প্রতিবাদ জানাচ্ছিলেন।

মৃত মহিলা এবং তাঁর ছেলের বিচারের দাবিতে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিশেষ বার্তা দিয়েছেন দক্ষিণী অভিনেতা। ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভক্তদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে আল্লু লেখেন, সকল ভক্তদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, তাঁরা যেন আবেগতাড়িত হয়ে নিজেদের দায়িত্বজ্ঞান ভুলে না যান। সোশ্যাল মিডিয়ায় কিংবা সামনাসামনি কোনও রকম অশালীন মন্তব্য অথবা অগ্রহণযোগ্য আচরণ না করেন। ভক্তদের শান্ত থাকার অনুরোধের পাশাপাশি হুঁশিয়ারিও দিয়েছেন পুষ্পা।

ভক্তদের উদ্দেশ্যে অভিনেতার কড়া বার্তা, যদি কোনও ভক্ত ফেক প্রোফাইল বানিয়ে কিংবা অফলাইনে কাউকে হুমকি দেন অথবা অশ্লীল মন্তব্য করেন সে ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন অভিনেতা। ভক্তদের উদ্দেশ্যে আল্লুর শেষ সংযোজন, ঘটে যাওয়া দুঃখজনক ঘটনাকে ঘিরে কেউ যদি ভুয়ো খবর ছড়ায় তাহলে সেই ধরনের পোস্টগুলিতে নিজেদের জড়িয়ে ফেলবেন না। এই ধরনের কুকর্ম থেকে নিজেদের সরিয়ে রাখুন।

উল্লেখ্য, পুষ্পা 2 মুভির প্রিমিয়ার উপলক্ষে গত 4 ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটার নামক এক সিনেমা হলে উপস্থিত হয়েছিলেন অভিনেতা। প্রিয় তারকাকে দেখার জন্য এদিন হল উপচে পড়েছিল ভক্তদের ভিড়ে। আল্লু সমর্থকদের ভিড়ের চাপ এতটাই ছিল যে, জনজোয়ারে প্রেক্ষাগৃহের মূল গেট ভেঙে গুঁড়িয়ে যায়। সেই সাথে ঘটনাস্থলেই পদদলিত হয়ে মৃত্যু হয় এক মহিলা ভক্তের। এই মর্মান্তিক ঘটনার পাশাপাশি মৃতার নাবালক পুত্র শ্রীতেজকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। সম্প্রতি চিকিৎসকরা জানিয়েছেন, কিশোরের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, ইতিমধ্যেই তার মস্তিষ্কও কাজ করা বন্ধ করে দিয়েছে।

আরও পড়ুন: বিরল রেকর্ড গড়ার পথে রাহুল! বক্সিং ডে টেস্টে 3 অঙ্ক পেরোতে পারলেই হ্যাটট্রিক, গুড়িয়ে যাবে রাহানে-শচীনদের রেকর্ডও