Kharagpur IIT: রাস্তায় বেপরোয়া VIP ও Police গাড়ি, দুর্ঘটনা নিয়ে গুরুতর রিপোর্ট আইআইটি খড়গপুরের

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Kharagpur IIT: রাস্তায় তীব্র গতিতে ছুটছে গাড়ি! মানা হচ্ছে না নিয়ম! তালিকায় VIP থেকে Police এর গাড়িও। বেপরোয়া গতির কারণেই রাজ্যের রাস্তায় বৃদ্ধি পাচ্ছে সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনা জনিত মৃত্যুর হার (West Bengal Road Accident)। সম্প্রতি রাজ্য সরকারকে দেওয়া এক রিপোর্টে তেমনই দাবি করেছে আইআইটি খড়গপুর (Kharagpur IIT)। বেপরোয়া গতির তালিকায় VIP ও Police এর গাড়ির উপস্থিতি তৈরি করেছে চাঞ্চল্য। গাড়ির গতি বৈজ্ঞানিক উপায়ে নিয়ন্ত্রণের পরামর্শও দেওয়া হয়েছে আইআইটি খড়গপুরের রিপোর্টে।

সম্প্রতি রাজ্যের সড়ক দুর্ঘটনা নিয়ে রাজ্য সরকারকে রিপোর্ট দিয়েছে আইআইটি খড়গপুর। সেখানে উল্লেখ করা হয়েছে, রাজ্যের সড়কে অনেক সময়েই নিয়ম মানছেন না ভিআইপি-দের গাড়ির চালকেরা। তাঁরা ধরে নিচ্ছেন, তাঁদের পুলিশ ধরবে না। সম্প্রতি রাজ্যে পুলিশের গাড়িতেও ঘটেছে দুর্ঘটনা। দিনকয়েক আগে উত্তর ২৪ পরগণার টিটাগড়ে পুলিশের গাড়ির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়। তার আগে পূর্ব বর্ধমানের ভাতারে দুর্ঘটনার কবলে পড়ে পুলিশের গাড়ি। খড়গপুর আইআইটি নিজেদের রিপোর্টে দাবি করেছে, নিয়ম না মেনে গাড়ি চালানো ও বেপরোয়া গতির জন্যই রাজ্যে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

আইআইটি খড়গপুরের অধ্যপক ভার্গব মৈত্রের দাবি, বিভিন্ন তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে রাজ্যে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ গতি। আইআইটি-র রিপোর্টে আরও বলা হয়েছে, অনেক সময়েই হাইওয়েগুলিতে বেপরোয়া গতিতে উঠে আসছে টোটো, অটো, বাইক। হাইওয়ের পাশে যেখানে বাইকের স্পিডলিমিট ৫০ কিমি প্রতি ঘন্টা হওয়া উচিৎ, সেখানে গাড়ি ছুটছে ১০০ কিমিরও বেশি গতিতে। জনবহুল এলাকাগুলিতেও নিয়ন্ত্রিত হচ্ছে না গাড়ির গতি। পথ দুর্ঘটনা নিয়ে জনমানসে রয়েছে সচেতনতার অভাব।