বিক্রম ব্যানার্জী: দেশের জার্সি গায়ে বহুবার দলকে কঠিন সময়ে সঙ্গ দিয়েছে মেয়েটা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকালও রণ মূর্তিতে দেখা গিয়েছে তাকে। তবে আক্ষেপ শুধু সেঞ্চুরির। কৃষ্ণাঙ্গ বোলারদের ব্যাটের ঝোড়ো হাওয়া দেখিয়ে 91 রানের অনবদ্য ইনিংস খেলেও শতরান অধরা থেকে গেছে ভারতের মেয়ে স্মৃতি মান্ধনার(Smriti Mandhana)। তবে সেঞ্চুরি হাত ফসকালেও ব্যাটের দাপটে নতুন কীর্তি গড়েছেন ভারতীয় মহিলা তারকা।
ওয়ানডের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের নারী বাহিনীর বিরুদ্ধে ফের সেঞ্চুরি হাঁকানোর সুযোগ ছিল মন্ধানার। তবে সেই পথে বাধ সাঁধে শত্রু পক্ষের জেমস। ওয়েস্ট ইন্ডিজ তারকার বলে এলবিডাব্লিউ হয়ে মাঠ ছাড়তে হয় মন্ধানাকে। তবে সেঞ্চুরির আশা অপূর্ন থাকলেও বুকে জমা যন্ত্রণা এক নিমেষে ভুলিয়ে দিয়েছে ভারতীয় তারকার নতুন কীর্তি। এদিন দলের হয়ে 314 রানের বেশিরভাগটাই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এই নারী। যার দৌলাতে আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে নয়া রেকর্ড যোগ হয়েছে মন্ধনার ঝুলিতে।
চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট ঘুরিয়ে 1 হাজার 602 রান হাঁকিয়েছেন মন্ধানা। যা তাকে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে বর্ষপঞ্জিকায় 1 হাজার 600 রানের মাইলফলক ছুঁতে সাহায্য করেছে। একজন ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে মন্ধানর এই নয়া কীর্তি স্বদেশী সমর্থকদের জন্য যথেষ্ট গর্বের। 2024 সালের অন্তিম লগ্নে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডের দ্বিতীয় এবং তৃতীয় অর্থাৎ শেষ ম্যাচ ছাড়া আর কোনও ম্যাচ ম্যান্ধানার হাতে আপাতত নেই। তবে 24বর্ষে যে রেকর্ড স্পর্শ করলেন মন্ধনা, ভবিষ্যতে সেই সাফল্যের পথ তিনি আরও মসৃণ করবেন বলেই আশাবাদী সকলে।
উল্লেখ্য, এক বছরে সর্বোচ্চ রানধারী মহিলা ব্যাটারদের তালিকায় প্রথম 5 আসনের তিনটিতেই জায়গা দখল করেছেন মান্ধানা। খেলোয়াড়ের বিগত কীর্তি গুলির মধ্যে রয়েছে, 2022 সালের 1 হাজার 346 রান, 2018 সালের 1 হাজার 291 ও 2022 সালে পুনরায় 1 হাজার 290 রানের বড় লক্ষ্যভেদের রেকর্ড। বলা বাহুল্য, চলতি বছর মান্ধানার রেকর্ডের পরেই অর্থাৎ তালিকার দ্বিতীয় স্থানে জায়গা হয়েছে দক্ষিণ আফ্রিকার ধুরন্ধর খেলোয়াড় লরা উলভার্টের।