Jhargram Tourism: কাঁকড়াঝোরের জঙ্গল থেকে বাঘিনি গেল বান্দোয়ানে, পর্যটনের মরসুমে স্বস্তি ঝাড়গ্রামে

Published On:

Jhargram Tourism: স্বপ্নীল মজুমদার: বেলপাহাড়ির কাঁকড়াঝোরের জঙ্গল থেকে বাঘিনি জিনত গেল পড়শি জেলা পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে। পর্যটনের মরসুমে শুক্রবার পূর্ণবয়স্ক বাঘিনিটি কাঁকড়াঝোরের জঙ্গলে হাজির হওয়ায় উদ্বেগ ছড়িয়েছিল এলাকায়।

পর্যটনের মরশুমে এলাকার হোমস্টে গুলিতে উপচে পড়া ভিড়। বহু বাইকার্স টিমও বেড়াতে এসেছে এলাকায়। জঙ্গলে বাঘিনির উপস্থিতি নিয়ে চিন্তায় ছিল ঝাড়গ্রাম বনবিভাগ। সেই কারণে গ্রামে গ্রামে মাইকে সতর্কতা প্রচার করছিলেন বনকর্মীরা।

Kaushal Vikas Yojana: বেকার যুবকরা সহজেই চাকরি পাবেন, সরকারের দুর্দান্ত প্রকল্প

১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা-আন্ধারি ব্যাঘ্র প্রকল্প থেকে পূর্ণবয়স্ক বাঘিনি জ়িনতকে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে (টাইগার রিজার্ভ, সংক্ষেপে এসটিআর) আনা হয়েছিল। কয়েকদিন তাকে ঘেরাটোপে রেখে পর্যবেক্ষণ করার পর গলায় রেডিয়ো কলার পরিয়ে ২৪ নভেম্বর সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয়েছিল।

Lakshmir Bhandar Scheme: লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা, নারী সুবিধাভোগীদের জন্য সুখবর

ওড়িশার সিমলিপাল থেকে ঝাড়খণ্ড রাজ্যের গুড়াবান্দা, চাকুলিয়া রেঞ্জের রাজাবাসা ও চিঁয়াবান্ধির জঙ্গলে পৌঁছেছিল বাঘিনি। ঝাড়খণ্ডের চিঁয়াবান্ধিতে মহিষ শাবকের টোপ দিয়ে বাঘিনিকে ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে ধরার চেষ্টা ব্যর্থ হয়। শুক্রবার ভোরের আলো ফোটার আগে বাঘিনিটি ঢুকে পড়ে বেলপাহাড়ির শিমূলপাল অঞ্চলের জঙ্গলে।

Government Schemes For Children: এই সরকারি স্কিমগুলি 18 বছরের কম বয়সীদের জন্য সবচেয়ে লাভজনক, নামগুলি জানুন

শনিবার তেলিঘানার জঙ্গল হয়ে কাঁকড়াঝোরের জঙ্গলের চলে আসে জিনত। রবিবার ভোরে কাঁকড়াঝোরের জঙ্গল হয়ে বগডুবার জঙ্গল দিয়ে লাগোয়া পুরুলিয়া জেলার বান্দোয়ানের দিকে চলে যায় বাঘিনি।