Kharagpur Fighter Exercise: যুদ্ধ যুদ্ধ আবহ বাংলাদেশের, কলাইকুণ্ডার যুদ্ধবিমান মহড়ার বার্তা ভারতের

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Kharagpur Fighter Exercise: বাংলাদেশে (Bangladesh) শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে যুদ্ধ যুদ্ধ আবহ তৈরি করেছে বাংলাদেশ। ইউনুসের নেতৃত্বাধীন সরকারের প্রতিনিধি সরাসরি পশ্চিমপঙ্গ সহ ভারতের একাধিক রাজ্য দখল করে অখণ্ড বাংলাদেশ গঠনের হুমকি দিয়েছেন। এই পরিস্থিতিতে খড়গপুরের (Kharagpur) কলাইকুণ্ডায় (Kalaikunda) যুদ্ধবিমান মহড়া (Fighter Jet Exercise) করলো ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। হল বম্ব টেস্টিং। এ’যেন সীমান্তের এইপার থেকে বার্তা।

স্থানীয় সূত্রে দাবি, বিগত কয়েকদিন ধরে খড়গপুরের বায়ুসেনা ঘাঁটিতে চলছে যুদ্ধবিমানের মহড়া। যুদ্ধবিমান থেকে ফেলা হচ্ছে বম্ব! শোনা যাচ্ছে অহরহ আওয়াজ। এ যেন যুদ্ধের আগাম প্রস্তুতি। যদিও স্থানীয় প্রশাসনের দাবি, তাদের কাছে এই সংক্রান্ত কোনও খবর নেই। বায়ুসেনা কর্তৃপক্ষও মুখে কুলুপ এঁটেছে। তবে স্থানীয় বাসিন্দাদের আরও বক্তব্য, এই ধরণের মহড়া কলাইকুণ্ডার বায়ুসেনা ঘাঁটিতে প্রায়শই চলে। তবে এবারে মহড়ার তীব্রতা কিছুটা বেশি।

Kharagpur Fighter Exercise: যুদ্ধ যুদ্ধ আবহ বাংলাদেশের, কলাইকুণ্ডার যুদ্ধবিমান মহড়ার বার্তা ভারতের
Kharagpur Fighter Exercise: যুদ্ধ যুদ্ধ আবহ বাংলাদেশের, কলাইকুণ্ডার যুদ্ধবিমান মহড়ার বার্তা ভারতের

কলাইকুণ্ডায় যুদ্ধবিমান মহড়া

সাম্প্রতিক সময়ে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনীতিক সম্পর্কের উত্তরোত্তর অবনতি হয়েছে। পদ্মাপার থেকে ভারতের উদ্দেশ্যে একাধিক প্ররোচনামূলক উক্তিও উড়ে এসেছে। দেওয়া হয়েছে যুদ্ধের হুমকিও। বাংলাদেশের ভারতীয় দূতাবাসের সামনে চলেছে বিক্ষোভ। ভারতের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক সমাপ্ত করার ও ভারতীর সমস্ত পণ্য বর্জন করার দাবিও উঠেছে বাংলাদেশে। এই পরিস্থিতিতে কলাইকুণ্ডায় ভারতীয় বায়ুসেনার এই তৎপরতা বাংলাদেশের উদ্দেশ্যে কূটনৈতিক বার্তা হতে পারে বলেও মনে করছে অভিজ্ঞমহল।