Virat-Anushka: দুঃসংবাদ! পাকাপাকিভাবে ভারত ছেড়ে লন্ডনে চলে যাচ্ছেন বিরাট-অনুষ্কা?

Published On:

বিক্রম ব্যানার্জী: একজন দাপটের সাথে ব্যাট করে মাতিয়ে রাখেন ক্রিকেট জগত। অন্যজনের রূপের ছটায় মোহিত লাখ লাখ ভক্ত। তাঁকে বাদ দিলে বলিউডের অভিনেত্রী তালিকায় অভাব তৈরি হবে এ কথা বলাই যায়। আর এই দুই ভিন্ন জগতের মানুষ যখন এক হন, তখনই ভক্তদের গলায় উঠে আসে বিরাট-অনুষ্কা(Virat-Anushka) নাম দুটি। হ্যাঁ, বর্তমানে ভারতের অন্যতম সেরা জুটি বিরাট কোহলি-অনুষ্কা শর্মা। ভক্তদের মধ্যেও এই জুটিকে নিয়ে যথেষ্ট কৌতুহল রয়েছে। এবার সেই কৌতূহলের ঝুলিতে নতুন পালক পুরে দিলেন কোহলির শৈশব কোচ রাজকুমার শর্মা।

ভারতীয় মহতারকার শৈশবকালীন কোচ রাজকুমার জানিয়েছেন, খুব শীঘ্রই ভারতীয় ভক্তদের পছন্দের বিরাট-অনুষ্কা জুটি দেশ ছাড়বেন। তার মতে, ভারত ছেড়ে পাকাপাকিভাবে ইংল্যান্ডের বাসিন্দা হওয়ার পরিকল্পনায় রয়েছেন কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা। কোহলির প্রাক্তন কোচের কথা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। কেননা, সমাজ মাধ্যমে চোখ রাখলে মাঝেমধ্যেই ব্রিটেনে তারকা দম্পতির খোশ মেজাজে সময় কাটানোর দৃশ্য চাক্ষুষ করার সুযোগ হয় নেট নাগরিকদের। শেষবারের মতো দ্বিতীয় সন্তান আকায় পৃথিবীর আলো দেখার আগে লন্ডনে ছিলেন অনুষ্কা। সেবার স্ত্রীয়ের সাথেই দেশের বাইরে সময় কাটছিল কোহলিরও।

দ্বিতীয় সন্তানের আগমনে পরিবার বড় হওয়ার পর একটানা দীর্ঘ সময় লন্ডনে কাটিয়েছেন ভারতের এই তারকা দম্পতি। সূত্র বলছে, সেখানে নিজেদের বাড়িও কিনেছেন বিরাট-অনুষ্কা। কোচ রাজকুমারের কথা অনুযায়ী, ভারত ছেড়ে এবার সেই বাড়িতেই স্ত্রী সন্তানদের নিয়ে পাকাপাকি ভাবে উঠতে পারেন কোহলি। তাঁর বক্তব্য, হ্যাঁ, খুব শীঘ্রই অনুষ্কা এবং সন্তানদের নিয়ে দেশ ছাড়বেন কোহলি। তাঁর কথায় একেবারে পাকাপাকিভাবে লন্ডনে থাকার পরিকল্পনা নিয়ে ফেলেছেন 36 বছর বয়সী ভারতীয় খেলোয়াড়।

কোচ রাজকুমারের ধারণা যে একেবারে ভুল নয়, সেই আভাস আগে ভাগেই দিয়ে রেখেছিলেন ভারতীয় তারকা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন কোহলি। বর্তমানে ওয়ানডে ও টেস্টে নিজেকে পুরনো ছন্দে ফেরাতে মরিয়া তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে প্রতি মুহূর্তে চলছে সেই প্রচেষ্টা। তবে একবার নিজের অবসর প্রসঙ্গে মুখ খুলেছিলেন কোহলি। সেবার ভারতীয় মহতারকা বলেছিলেন, আমি মনে করি একজন ক্রীড়াবিদ হিসেবে, আমার কেরিয়ারের অন্তিম সময় চলে এসেছে। তবে এটা আমি ঠিক করতে চাইব না। আমি মনে করি, বিদায়ের পর অনুশোচনা করতে নেই। আমার কাজ শেষ হয়ে গেলে আমি চলে যাব।

আরও পড়ুন: পেটের টানে ছুঁটে এসেছিলাম… কিন্তু বাড়ি ফিরতে পারলাম কই! নাইজেরিয়ায় ক্রিসমাস ফান ফেয়ারের বিতরণী অনুষ্ঠানে পদদলিত হয়ে মৃত 35 জন শিশু