India-Bangladesh: ভারত-বাংলাদেশ সম্পর্ক মজবুত হোক! সংখ্যালঘু অত্যাচার বন্ধের আহ্বানে ওপার বাংলায় খোলা চিঠি পাঠালো 685 জন বিশিষ্ট ভারতীয়

Published On:

বিক্রম ব্যানার্জী: ওপার বাংলায় সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার ঘিরে ক্রমশ উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। বাংলাদেশের(Bangladesh) আকাশে ভারত(India) বিদ্বেষী হাওয়া দুই দেশের সম্পর্কে দীর্ঘ ফাটল তৈরি করেছে। সেই সাথে দুই দেশের জনগণদের মধ্যেও তৈরি হয়েছে সুস্পষ্ট দূরত্ব। এহেন আবহে ভারত-বাংলাদেশের মধ্যে শান্তি ও বন্ধুত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে বাংলাদেশকে(Bangladesh) খোলা চিঠি দিয়েছেন ভারতের সুবুদ্ধি সম্পন্ন মানুষেরা। জানা গিয়েছে, চিঠির অংশীদার 685 জন ভারতীয়(India) বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন প্রাক্তন বিচারপতি থেকে শুরু করে মন্ত্রী, আমলা এবং ভারতীয় রাষ্ট্রদূতেরাও।

বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, চিঠিতে ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত মজবুত করার ওপর জোর দিয়েছেন বিদ্যজনেরা। জানা গিয়েছে, ঢাকা ও দিল্লির মধ্যে সুসম্পর্ক এবং বাংলাদেশের মাটিতে সংখ্যালঘুদের ওপর অকথ্য অত্যাচার বন্ধের আহ্বান জানিয়েছেন তাঁরা। সেই সাথে ওপার বাংলা থেকে ভেসে আসা নানান অঘটনের খবর যেমন, বাংলাদেশি অমানবিকদের দ্বারা হিন্দু সংখ্যালঘুদের বাড়িঘর এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান দখল করার মতো বিষয়গুলিকে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে বিশিষ্টজনদের তরফে।

সূত্র বলছে, ভারতীয় সুচিন্তক এবং সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তিবর্গ চিঠিতে বারংবার ভারত-বাংলাদেশ সম্পর্ক, দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা ও বিশ্বাসযোগ্যতা বাড়ানোর কথা বলেছেন। কারণ এই দ্বিপাক্ষিক সুসম্পর্ক দুই দেশের জন্যই সুদিন ডেকে আনবে বলেই মনে করছেন দেশের বিদ্যজনেরা। চিঠিতে ভারতের তরফে বাংলাদেশের মাটিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিয়াসহ সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা অবিলম্বে সুনিশ্চিত করার কথাও জানানো হয়েছে। এছাড়াও চিঠিতে দুই দেশের স্থল ও সমুদ্রসীমার মতো গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলির সমাধান, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ এবং অবকাঠামোগত সহযোগিতামূলক পদক্ষেপ প্রশংসিত হয়েছে।

উল্লেখ্য, চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, ভারত সব সময়েই বাংলাদেশের পাশে আছে। সহজ শর্তে অনুদান এবং ঋণের মতো বিষয়গুলির ক্ষেত্রেও বাংলাদেশকে সমর্থন করে ভারত। কাজেই প্রতিবেশী দেশকে নিয়ে ক্রমাগত বিদ্বেষ ছড়ানো বন্ধ করে ওপার বাংলায় হিন্দুসহ সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা সুনিশ্চিত করে দুই দেশের মধ্যে নতুন ভাবে সুসম্পর্কের ভিত্তি স্থাপনের ওপর বিশেষ নজর দিক বাংলাদেশ সরকার। এই একই কথাই বারংবার উঠে এসেছে চিঠির প্রায় প্রতিটি প্যারায়।

আরও পড়ুন: পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী দেবলীনা, অপেক্ষা ঘুঁচলো ভক্তদের