Devoleena Bhattacharjee: পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী দেবলীনা, অপেক্ষা ঘুঁচলো ভক্তদের

Published On:

বিক্রম ব্যানার্জী: দায়িত্ব কাঁধে এলো বুধবার। মা হতে চলেছেন, এই সুখবর আগেই সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন বিগ বস-13খ্যাত ছোট পর্দার অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য(Devoleena Bhattacharjee)। প্রিয় অভিনেত্রীর পরিবার বড় হওয়ার খবর পেতে মুখিয়ে ছিলেন ভক্তরা। দীর্ঘ অপেক্ষা ফুরিয়েছে গতকালই। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ভিডিও পোস্ট করে পুত্র সন্তানের পৃথিবীর আলো দেখার খবর জানান দিয়েছেন বাঙালি অভিনেত্রী(Devoleena Bhattacharjee)।

সোশ্যাল মিডিয়ায় একটি ডিজিটাল কার্ডের ভিডিও পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, হ্যালো ওয়ার্ল্ড! আমাদের ছোট্ট পুত্র সন্তান 18 ডিসেম্বর পৃথিবীতে এসেছে। আমাদের আনন্দের সীমা নেই। অভিনেত্রীর মা হওয়ার খবরে অত্যন্ত আনন্দিত তাঁর ভক্তরাও। ভিডিওটির কমেন্ট বক্স যার অন্যতম প্রমাণ। মা হওয়ার সুবাদে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য শুভেচ্ছা বার্তায় ভেসেছেন অভিনেত্রী দেবলীনা এবং তাঁর স্বামী তথা সদ্য বাবা হওয়া শানওয়াজ শেখ।

প্রসঙ্গত, 2022 সালে বিয়ে হয় দেবলীনা ও শানওয়াজের। তবে একজন হিন্দু নারী হয়ে ভিন্ন ধর্মে বিবাহের কারণে নানান সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয়েছিল অভিনেত্রীকে। যদিও বেশিরভাগ সময়ে সেসব পাশ কাটিয়েই এগিয়ে গিয়েছেন দেবলীনা। চলতি বছর 15 আগস্ট সমাজ মাধ্যমে পোস্ট করে নিজের অন্তঃসত্ত্বা অবস্থার কথা জানিয়েছিলেন নায়িকা। বলা বাহুল্য, অভিনেত্রীকে শেষবারের মতো দেখা গিয়েছে ছোটি মাইয়া কি বিটিয়া ধারাবাহিকে। এর আগে সাথ নিভান সাথিয়া সিরিয়ালে অভিনয় করে অসংখ্য প্রশংসা কুড়িয়েছিলেন এই বঙ্গ নারী।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় ভারতকে সঙ্গ দিতে হলে কঠিন শর্ত মানতে হবে শামিকে! জানিয়ে দিলেন অধিনায়ক রোহিত