Mohammed Shami: অস্ট্রেলিয়ায় ভারতকে সঙ্গ দিতে হলে কঠিন শর্ত মানতে হবে শামিকে! জানিয়ে দিলেন অধিনায়ক রোহিত

Published On:

বিক্রম ব্যানার্জী: ওয়ানডে বিশ্বকাপের পর ভারতের জার্সিতে আর মাঠে দেখা মেলেনি মহম্মদ শামির(Mohammed Shami)। অ্যাঙ্কেলে চোটের কারণে অস্ত্রোপচার শেষে দীর্ঘদিন বিছানায় শয্যাসায়ী ছিলেন ভারতীয় তারকা। এদিকে অজিভূমিতে বর্ডার গাভাস্কার সিরিজের ম্যাচ গুলিতে আক্রমণ শানাতে ব্যস্ত রোহিত ব্রিগেড। আর সেখানেই সবচেয়ে বড় অভাব হয়তো ভারতের এই তারকা পেসার। হ্যাঁ, ভক্তদের দাবি প্রতিমুহূর্তে অজিদের তোপের মুখে পড়ে মনে মনে হলেও শামির কথা আওড়াচ্ছেন রোহিত-বিরাটরা। তবে দুঃসময়ে কি আদৌ অস্ট্রেলিয়ায় শামির সঙ্গ পাবে ভারতীয় দল? এটাই এখন কোটি টাকার প্রশ্ন।

যদিও অস্ট্রেলিয়ায় শামির উপস্থিতি নিয়ে একাধিকবার দলের মতামত জানিয়েছেন হিটম্যান। রোহিতের কথায় বারংবার উঠে এসেছে শামির চোটের প্রসঙ্গ। গত সপ্তাতেই অধিনায়ক জানিয়েছিলেন, শামিকে অস্ট্রেলিয়ায় নিয়ে গিয়ে ম্যাচ খেলালে তিনি যদি আবারও চোট পান, সেক্ষেত্রে তা দলের জন্য অত্যন্ত দুঃখের হবে। তাই সতীর্থ 100 শতাংশ সুস্থ হলে তবেই তাঁকে দলে ভেড়াবে ভারত। এবার সেই কথাতেই নতুন পালক জুড়লেন রোহিত। বুধবার বর্ডার গাভাস্কার ট্রফিতে শামির উপস্থিতি প্রসঙ্গে রোহিত জানান, শতভাগ নয়, এখন বলছি 200 শতাংশ সুস্থ হলে তবেই শামিকে মাঠে আনা হবে।

ওয়ানডে বিশ্বকাপের পর হাঁটুর চোটের কারণে সেভাবে মাঠে দেখা যায়নি ভারতের এই 34 বছর বয়সি পেসারকে। তবে সম্প্রতি মুশতাক আলি ট্রফিতে বাংলার হয়ে আক্রমন শানিয়েছিলেন ভারতের এই মহাতরকা। ঘরোয়া ক্রিকেটে হলেও বাংলা দলের হাত ধরে প্রিয় খেলোয়াড়ের মাঠে ফেরায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ভক্তরা। মুস্তাক আলিতে খেলার পরই হয়তো অস্ট্রেলিয়ায় গিয়ে ভারতকে সঙ্গ দেবেন শামি, এই আশাতেই দিন গুনছিলেন ভক্তদের একটা বড় অংশ। তবে এখনই সেই অপেক্ষা শেষ হচ্ছে না তাঁদের।

শামি ভক্তদের আশায় এক প্রকার জল ঢাললেন রোহিত। অধিনায়ক বলেন, শামি ভারতে প্রচুর ক্রিকেট খেলেছেন। তাঁর বিরাট অভিজ্ঞতা রয়েছে। আমি সবটাই বুঝতে পারছি। কিন্তু খেলোয়াড়ের হাঁটুর চোট এখনও সম্পূর্ণ সেরে ওঠেনি। তাঁর হাঁটু নিয়ে একাধিক সমস্যার কথা শুনতে পাচ্ছি। আমরা চাইনা খেলোয়াড় এখানে এলো এবং ম্যাচের মাঝপথে নিজেকে সরিয়ে নিল। এই ধরনের ঘটনা কতটা বেদনাদায়ক হয় সেটা আশা করি সবাই জানেন। দল কখনই চায়না তিনি আবারও চোট পান।

তাই যতক্ষণ পর্যন্ত আমার 200 শতাংশ নিশ্চিত না হব, ততক্ষণ শামিকে নিয়ে আমরা কোনও রকম ঝুঁকি নেবে না। এনসিএতে যাঁরা আছেন তাঁদের যদি মনে হয় শামি রিকভার করে উঠছেন এবং খেলার জন্য প্রস্তুত। তাহলে ওর জন্য দরজা সবসময় খোলা। শামির মতো একজন খেলোয়াড়কে পেলে আমরা খুশিই হব।

প্রসঙ্গত, বেশ কিছু সূত্র মারফত খবর, বর্তমানে হাঁটুর চোট নিয়ে যথেষ্ট সমস্যায় রয়েছেন শামি। অস্ত্রোপচারের কয়েকমাস পর শুরুর দিকে সবকিছু ঠিক থাকলেও এখন নাকি তাঁর হাঁটুর ফোলা বাড়ছে। দিনের বেশিরভাগ সময়টাই নিজেকে বিশ্রামে রাখছেন ভারতীয় তারকা। তবে ভক্তরা অস্ট্রেলিয়ার মাটিতে শামিকে ফের বল হাতে দেখতে মরিয়ে হয়ে উঠলেও সূত্র বলছে, আপাতত আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি এবং আইপিএলের জন্য নিজেকে প্রস্তুত করতে চান ভারতের এই বোলার।

আরও পড়ুন: আমার খুব কাছে চলে আসেন রাহুল, অস্বস্তি হচ্ছিল! কংগ্রেস নেতার বিরুদ্ধে অশোভনীয় আচরণের অভিযোগ বিজেপির মহিলা সংসদের