America: ফের আমেরিকার নিষেধাজ্ঞা পেল পাকিস্তান, নিষিদ্ধ দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি!

Published On:

বিক্রম ব্যানার্জী: ফের পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা(America)। বাইডেনের দেশের এই বড়সড় পদক্ষেপের জেরে যথেষ্ট সমস্যায় পড়তে পারে পাকিস্তান। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশটির দূরপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিষেধাজ্ঞা আরোপ করায় আগামী দিনে দূরপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত থাকতে হতে পারে পাকিস্তানকে।

সূত্র বলছে, পাকিস্তানের মোট 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহকারী সংস্থার ওপর জটিল নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। যার মধ্যে নাম রয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থারও। পাকিস্তানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আমেরিকার বাধা পাকিস্তান সরকারের জন্য যথেষ্ট বেদনাদায়ক হতে পারে। এ প্রসঙ্গে এক বিবৃতিতে নিজের মূল্যবান মতামত রেখেছেন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।

ম্যাথিউর বক্তব্য, পাকিস্তানের গণবিধ্বংসী অস্ত্র তৈরি এবং সেগুলিকে সরবরাহ করার দায়িত্বে অটল জাতীয় উন্নয়ন কমপ্লেক্সসহ দেশটির 4 সংস্থাকে নিষিদ্ধ করেছে আমেরিকা। এর ফলে আমেরিকায় থাকা সংস্থাগুলির যাবতীয় সম্পত্তি জব্দ করে পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্কে ইতি টানবে আমেরিকা। অনেকেই মনে করছেন বাইডেনের প্রেসিডেন্ট মেয়াদের অন্তিম লগ্নে পৌঁছে আমেরিকার এহেন সিদ্ধান্ত পরবর্তীতে বদলে যেতেও পারে।

প্রসঙ্গত, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আমেরিকার নিষেধাজ্ঞা ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। তাদের দাবি, দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচীর সাথে যুক্ত প্রযুক্তি সংস্থাগুলির ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ করছে আমেরিকা। সেই সাথে আমেরিকার এই পদক্ষেপকে সম্পূর্ণ অন্যায় এবং অযৌক্তিক বলে দাবি করেছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বেলুচ বলেন, আমেরিকার এই পদক্ষেপকে একেবারেই মেনে নিচ্ছে না পাকিস্তান। এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত সম্পূর্ণ পক্ষপাতমূলক এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। অতীতের কথা স্মরণ করিয়ে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এর আগে গত বছর অর্থাৎ 2023 সালের অক্টোবরে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র বিষয়ক প্রযুক্তি পাঠানোর জন্য চিনের 3টি সংস্থাকে নিষিদ্ধ করেছিল আমেরিকা। বারংবার আমেরিকার এই সিদ্ধান্তকে একতরফা বলে অভিহিত করেছেন পাক পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র।

উল্লেখ্য, আমেরিকার সিদ্ধান্তে নিষিদ্ধ হওয়া ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সংক্রান্ত 4 পাকিস্তানি সংস্থা যথাক্রমে, আক্তার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড, দ্য ন্যাশনাল ডেভলপমেন্ট কমপ্লেক্স (জাতীয় প্রতিরক্ষা সংস্থা), রকসাইড এন্টারপ্রাইজ এবং অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল।

আরও পড়ুন: লেবানন-গাজার পর এবার ইয়েমেনের সাথে সরাসরি যুদ্ধ শুরু করলো ইজরায়েল! এখনও পর্যন্ত নিহত 9