Israel-Yemen War: লেবানন-গাজার পর এবার ইয়েমেনের সাথে সরাসরি যুদ্ধ শুরু করলো ইজরায়েল! এখনও পর্যন্ত নিহত 9

Published On:

বিক্রম ব্যানার্জী: সামরিক ক্ষমতা প্রদর্শনে মরিয়া ইজরায়েল(Israel)! ইরানের লেবানন, ফিলিস্তিনের গাজা এবং সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের আরও এক দেশকে নিশানায় এনেছে ইজরায়েল(Israel)। সূত্রের খবর, আজ অর্থাৎ বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ ইয়েমেনের(Yemen) সামরিক আস্তানাগুলিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে দিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী। মূলত নেতানিয়াহুর দেশকে লক্ষ্য বানিয়ে হুতি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার জবাবেই ইয়েমেনে আক্রমণ শনিয়েছে ইজরায়েল। আনুষ্ঠানিকভাবে দেশটির তরফে এই তথ্য জানানো হয়েছে।

হুতি নিয়ন্ত্রিত বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইজরায়েলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় এখনও পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে বন্দরনগরী সালিফে হওয়া ইজরায়েলি হামলায় 7 জন এবং রাসঈশা জ্বালানি অবকাঠামো অঞ্চলে দুজনের মৃত্যু হয়েছে। সূত্র বলছে, বৃহস্পতিবার ইয়েমেনের পশ্চিমে অবস্থিত হোদেইদাহ প্রদেশকে মূল লক্ষ্য বস্তু বানায় ইজরায়েল সেনা। ইয়েমেনে জোরালো হামলা প্রসঙ্গে ইজরায়েল সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ইয়েমেনের সামরিক স্থাপনা গুলিতে আঘাত হেনেছে ইজরায়েলে। হুতিদের সামরিক আস্তানা গুলির মধ্যে রাজধানী সানার বন্দর ও জ্বালানি অবকাঠামো মূল লক্ষ্য ছিল।

ইজরায়েলি হামলা প্রসঙ্গে হুতি ঘেঁষা এক টেলিভিশন চ্যানেল জানায়, বৃহস্পতিবার ভোরে সানা ও হোদেইদাহে প্রথম অগ্রাসী অভিযান চালায় ইজরায়েলের সেনারা। ভোরের দিকে ইয়েমেনের আকাশে ঘুরতে দেখা গিয়েছিল ইজরায়েলের কয়েকটি যুদ্ধবিমানকেও। এরপরই সরাসরি লক্ষ্যে আঘাত করে ইজরায়েল বাহিনী। হোদেইদাহের বন্দর লাগোয়া বেশকিছু সামরিক আস্তানায় হামলা চালিয়েছে ইজারেয়েল। সেই সাথে সানার দুটি বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর দুটি স্থাপনাতেই ভয়ঙ্কর আক্রমণ শানিয়েছে শত্রু পক্ষ ইজরায়েল।

আরও পড়ুন: ম্যাচ চলাকালীন রক্তারক্তি কান্ড! সিঙ্গোর বুটের আঘাতে গুরুতর জখম পিএসজির গোলকিপার, লালা কার্ড তুলল না রেফারি