Hamas: তীব্র স্বাস্থ্য সঙ্কটের মধ্যেও ইজরায়েলকে দাঁতভাঙা জবাব দিতে মরিয়া হামাস! নিয়োগ করা হলো 4 হাজার নতুন সেনা

Published On:

বিক্রম ব্যানার্জী: ইজরায়েলের বেলগাম হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। অঞ্চলটিতে বসবাসকারী অসংখ্য মানুষ বর্তমানে চরম স্বাস্থ্য সংকটে ভুগছেন। সম্প্রতি প্রকাশিত এক তথ্য বলছে, গাজায় নারী ও শিশুসহ প্রায় 10 হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত। পরিস্থিতি যখন এমন ঠিক সেই মোক্ষম সময়ে বিশ্বের ইসলামপন্থী দেশগুলিকে একজোট হয়ে গাজার সহায়তায় নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছিল হামাস(Hamas)।

সেই সাথে ইজরায়েলি অত্যাচারে অতিষ্ঠ গাজাবাসীদের অবিলম্বে স্বাস্থ্য সহায়তার অনুরোধও করা হয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটির তরফে। সেই আবেদনের 48 ঘণ্টার মধ্যেই 4 হাজারেরও বেশি সশস্ত্র কর্মী নিয়োগ করতে চলেছে হামাস। সদ্য ভেসে আসা এই তথ্য জানিয়েছে ইজরাইলের সেনা কমান্ডাররা। তাদের দাবি গাজায় বিধ্বংসী হামলার মধ্যেই সংগঠনকে শক্তিশালী করতে উঠেপড়ে লেগেছে হামাস।

বুধবার ইজরায়েল নিয়ন্ত্রিত এক সংবাদ মাধ্যম জানিয়েছে, বিগত কয়েক মাস ধরে গোপনে হাজার হাজার যুবককে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছিল হামাস। সদ্য সংগঠনে নিয়োগ করা 4 হাজারেরও বেশি সামরিক কর্মী ইজরায়েল বিরোধী সেনা কমান্ডারদের সঙ্গে মিলে কাজ করছে। শুধু তাই নয়, এই যোদ্ধারা গাজার দক্ষিণ ও উত্তরের বিভিন্ন এলাকায় ইজরায়েলের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি করেছে সংবাদমাধ্যমটি।

ইজরায়েলপন্থী সংবাদ মাধ্যমটি আরও জানায়, এর আগে হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের এক শীর্ষ কমান্ডার বলেছিলেন হামাস নতুন বাহিনী গঠনের কাজ শুরু করে দিয়েছে। কমান্ডার বলেন, ইজরায়েলের হিংস্র মনোভাবের প্রতিফলন প্রতিমুহূর্তে গাজার মানুষদের জীবনে বিপর্যয় ডেকে আনছে। যার কারণে সেনা সংখ্যা বাড়িয়ে শক্তি বৃদ্ধি করতে চাইছে হামাস।

আরও পড়ুন: নেচার ইনডেক্সের পর স্বাস্থ্য গবেষণাতেও দেশের শীর্ষে কলকাতা! দ্বিতীয় যোগীরাজ্য