Mohammedan Club: বিপদ সীমায় দাঁড়িয়ে প্রাক্তনীর দ্বারস্থ হতে হলো মহামেডান কর্তাদের, পদ খোয়াতে পারেন চের্নিশভ?

Published On:

বিক্রম ব্যানার্জী: ফের নতুন প্রত্যাবর্তন দেখবে কলকাতা ময়দান। শীঘ্রই পুরনো সৈনিককে ফিরে পেতে চলেছে মহমেডান স্পোর্টিং ক্লাব(Mohammedan)। তবে এবার একেবারে নতুন ভূমিকায়। হ্যাঁ, দুঃসময়ে সহকারী কোচ হিসেবে মেহরাজউদ্দিন ওয়াডুর সান্নিধ্য পাচ্ছেন মহমেডানের ছেলেরা। এখনও পর্যন্ত যা খবর, মূলত মহমেডান সিনিয়র দলের আন্দ্রে চের্নিশভের ডেপুটি হিসেবে দেখা যাবে তাঁকে।

মেহরাজ যে দলে ফিরছেন একথা গতকাল রাতেই নিশ্চিত করেছে মহমেডান। সোশ্যাল মিডিয়ার অফিসিয়াল হ্যান্ডেলে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করেছে কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী দলটি। যদিও বেশ কিছুদিন ধরেই কানে আসছিল মেহরাজের ঘরে ফেরার কথা। কারণ, দুঃসময়ের সঙ্গীকে দলে ফেরানো হতে পারে বলে আগেভাগেই আভাস দিয়ে রেখেছিল মহমেডান। ক্লাবটির উচ্চ কর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনাও চলছিল। অবশেষে সোমবার মেহরাজকে গন্তব্যে ফেরানোর সিদ্ধান্ত চূড়ান্ত হলো। তবে অনেকেই মনে করছেন দলের এই পদক্ষেপের মধ্যে দিয়ে চের্নিশভের কাঁধে বাড়তি চাপ আসবে।

ইন্ডিয়ান সুপার লিগে মহমেডানের অবস্থা একেবারেই উল্লেখযোগ্য নয়। শেষ 5 ম্যাচের 4টিতেই হারতে হয়েছে চের্নিশভের ছেলেদের। অন্তিম পর্বে পৌঁছে একটিতে ড্র করেছে তারা। দলের খেলোয়াড়দের খাপছাড়া মনোভাব এবং ছন্নছাড়া ফুটবল বলে দিচ্ছিল দলের ভবিষ্যৎ কথা। ফলত আইএসএলে মহমেডানের পারফরম্যান্স নিয়ে একেবারেই খুশি নন ইনভেস্টার থেকে শুরু করে দলের কোচ এবং কর্তারা। প্রতিবার পরাজয়ের পর দফায় দফায় উচ্চ পদস্থ কর্তাদের বৈঠক এবং কোচের সাথে জরুরি আলোচনার পরও হাল বদলায়নি দলের।

মহমেডানের কঠিন সময়ে বারংবার প্রশ্ন উঠেছে চের্নিশভের ভূমিকা নিয়েও। ফুটবলারদের গতিবিধিতে কোনও পরিবর্তন না আসায় আগের অবস্থানেই অটল ছিল দল। ফলত সাফল্যের পথে হেঁটেও পিছিয়ে যাওয়াটা একেবারেই মেনে নিতে পারছিলেন না মহমেডান কর্তারা। সম্প্রতি মুম্বইয়ের বিরুদ্ধে না জিততে পারলে চের্নিশভের পদত্যাগের দাবিও কানে এসেছিল বহুবার। সৌভাগ্য যে তেমনটা হয়নি। তবে এবার দলের দুঃসময় কাটাতে সহকারী কোচ হিসেবে মেহরাজউদ্দিনকে দলে ভেড়াচ্ছে ম্যানেজমেন্ট। যার ফলে রুশ কোচের ওপর চাপ আরও বাড়বে বলেই মনে করছেন অনেকে।

মহমেডানের আগামী ম্যাচ রয়েছে শক্তিশালী কেরালা ব্লাস্টারসের বিরুদ্ধে। তারপরই ঘরের মাঠে ওড়িশার ছেলেদের বিপক্ষে মাঠে নামতে হবে মহমেডান যোদ্ধাদের। কাজেই বিপদ সীমার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এই দুই ম্যাচ না জিততে পারলে চের্নিশভের পদ থাকবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে সংশয়। কেননা ক্রীড়া জগতের একটা বড় অংশ মনে করছেন, মেহরাজউদ্দিনকে আচমকা দলে নেওয়ার মধ্যে দিয়ে এমনটাই বুঝিয়ে দিতে চাইছেন মহমেডানের শীর্ষ কর্তারা।

বলা বাহুল্য, অতীতে দলকে বহুবার দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে মেহরাজ। গতবার কলকাতা লিগের ম্যাচগুলিতে তার কোচিং ভাল ছন্দে বেঁধে রেখেছিল মহমেডানের ছেলেদের। এবার পুনরায় সেই প্রাক্তনীকেই ফিরিয়ে আনছে দল। কাজেই পুরনো সৈনিককে দিয়ে মহমেডান কঠিন সময় উত্তরে যেতে পারে কিনা সেটাই দেখবার জন্য হাপিত্যেশ করে বসে আছেন ভক্তরা।

আরও পড়ুন: নিত্য অশান্তির প্রতিবাদ করায় শ্যালকের গোপনাঙ্গে কামড় বসালেন জামাইবাবু, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে যুবকের