Tathagata Roy: ‘বাংলাদেশিগুলো বেশিরভাগ নিজের সেনাদের হাতেই মরে’, ইউনূসকে দ্রুত দেশ ছেড়ে পালানোর পরামর্শ দিলেন তথাগত

Published On:

বিক্রম ব্যানার্জী: উত্তপ্ত বাংলাদেশ এখন ভারত বিদ্বেষে মগ্ন। এহেন আবহে ওপার বাংলার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে অতীত স্মরণ করিয়ে দেশ ছাড়ার পরামর্শ দিলেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়(Tathagata Roy)। ইসলামিক রাষ্ট্র নেতাদের অস্বাভাবিক মৃত্যুর পক্ষে মত দিয়ে তথাগতর বক্তব্য, ‘ইসলামী রাষ্ট্র নেতাদের বেশিরভাগ স্বাভাবিক মৃত্যু হয় না।’

পদ্মা পাড়ের দেশে সংখ্যালঘু অত্যাচার প্রসঙ্গে নিরব ইউনূসকে নিয়ে সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন তথাগত রায়। পোড় খাওয়া ব্যক্তিত্ব লেখেন, ‘ইসলামী রাষ্ট্র নেতাদের বেশিরভাগ স্বাভাবিক মৃত্যু হয় না, যেমন লিয়াকত আলী, জুলফিকার ভুট্টো, বেনজির ভুট্টো, সাদ্দাম হুসেন, ইত্যাদি। তার মধ্যে আবার বাংলাদেশিগুলো বেশিরভাগ নিজের সৈন্যদের হাতেই মরে, যেমন শেখ মুজিব, তাজউদ্দীন, জিয়াউর রহমান, ইত্যাদি। তাই ইউনুস এই বেলা পালালেই মঙ্গল!’

এর আগে বহুবার বিরোধীদের নিয়ে সোজা সাপটা মন্তব্য করেছেন তথাগত। প্রাক্তন রাজ্যপালের মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় বহুবার নাড়া দিয়েছে সাধারণ মানুষকেও। তা সত্ত্বেও নিজ অবস্থানে অটল তিনি। সম্প্রতি ওপার বাংলায় হিন্দুদের ওপর হওয়া অত্যাচার নিয়ে সরাসরি কিছু না বললেও প্রতিমুহূর্তে বাংলাদেশের অন্তরবর্তী সরকারকে নিয়ে তোপ দেগে চলছেন বিজেপি ঘেঁষা এই বাঙালি রাজনীতিবিদ।

অতি সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বাংলাদেশিদের পাগল সম্মোধন করে আরাকান আর্মি নিয়ে পোস্ট করেছিলেন তথাগত। সেখানে বিজেপি নেতা লেখেন, ‘বাংলাদেশি পাগলরা চিৎকার করে, আমরা কলকাতা দখল করব, ভারতের সেভেন সিস্টার্সকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করব, মাসাআল্লাহ, ইনশাআল্লাহ, উ-লা-লা-লা, ইত্যাদি। এদিকে তাদের লুঙ্গির পিছনে আগুন ধরে গিয়েছে! মায়ানমারের বৌদ্ধ আরাকান আর্মি টেকনাফ থেকে কক্সবাজার ছিনিয়ে নিয়ে যাচ্ছে!’

বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে একের পর এক পোস্ট করে চলেছেন তথাগত রায়। কখন ওপার বাংলার সরকারের বিরুদ্ধে আঙুল উঁচিয়ে, কখন আবার ইউনূসকে বাংলাদেশ ছাড়ার পরামর্শ দিয়ে প্রায় শুভাকাঙ্ক্ষীর ভূমিকা পালন করছেন বিজেপির প্রাক্তন রাজ্যপাল। সদ্য নিজের এক্স হ্যান্ডেলে বাংলাদেশকে 1971-এর পরিস্থিতির কথা স্মরণ করিয়ে ভারতের সাহায্যের স্মৃতি উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন: আমেরিকার এক নামি স্কুলে ভয়াবহ দুষ্কৃতি হামলা, নিহত 3