বিক্রম ব্যানার্জী: আমেরিকার উইসকনসিন অঙ্গরাজ্যের একটি নামি স্কুলে(American School) ভয়াবহ দুষ্কৃতি হামলা। ঘটনায় এখনও পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন কমপক্ষে 6 জন। সোমবার আমেরিকার এক জনপ্রিয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে।
সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে দাবি করেছে, সোমবার দুপুরে উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসনের অ্যাবান্ড্যান্ট লাইভ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুক হামলার ঘটনাটি ঘটে। আচমকা বিদ্যালয় কক্ষে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন দুষ্কৃতীরা।
পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের ছোঁরা গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 3 জনের। এ ছাড়াও আহত হয়েছেন 6 জনেরও বেশি মানুষ। সূত্র বলছে, নিহতদের মধ্যে একজন বন্দুকধারীও রয়েছেন। হামলার খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
বেশ কিছু সূত্র মারফত খবর, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চম্পট দেয় দুষ্কৃতীরা। এদিকে স্থানীয় অফিসাররা স্কুলে পৌঁছে প্রথমেই আশেপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেন যাতে দুর্বৃত্তরা ঘটনাস্থল ছেড়ে পাড়াতে না পারে। মেডিসন পুলিশের কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীদের হদিশ এখনও মেলেনি। তবে তদন্ত চলছে, যত দ্রুত সম্ভব সন্ত্রাসীদের খুঁজে বের করা হবে।