কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ১৭ই ডিসেম্বর ২০২৪।
মেষঃ পিঠে ব্যথার সমস্যা হতে পারে। সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার তেমন উন্নতি হবে না। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। মা-বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন।
বৃষঃ নতুন কিছু শুরু করার পক্ষে আদর্শ সময়। কর্মক্ষেত্রে পরিবর্তন সম্ভব। কোনও ঝুঁকি নিলেও তা লাভজনক হতে পারে।
মিথুনঃ বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে একটু সাবধান থাকুন। খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থব্যয় হতে পারে। শত্রুরা আপনাকে অপদস্থ করতে সক্ষম হতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে।
কর্কটঃ কিছু সামাজিক, অর্থনৈতিক এবং ব্যক্তিগত বাধ্যবাধতা থাকতে পারে, তা পূরণের জন্য প্রস্তুত থাকতে হবে। অনেক মানুষকে সাহায্য করা সম্ভব হবে।
সিংহঃ খুব কাছের বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। তর্ক-বিতর্ক বিশেষ ভাবে এড়িয়ে চলুন। মায়ের প্রতি দায়িত্ব পালন না করায় বাড়িতে মতান্তর সৃষ্টি হতে পারে।
কন্যাঃ অতীতের কোনও বিষয় যা ক্রমাগত এড়িয়ে চলা হচ্ছে তার মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তার মোকাবিলা করতে হবে।
তুলাঃ অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে দিকে যাবেন না। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে গর্ববোধ।
বৃশ্চিকঃ ছোটখাটো বিষয় নিয়ে আচ্ছন্ন হয়ে পড়লে বাড়িতে বা কাজের জায়গায় শান্তি বিঘ্নিত হতে পারে। কাজের লক্ষ্য স্থির হতে হবে।
ধনুঃ ক্ষতিকারক আত্মীয়দের থেকে দূরত্ব বজায় রাখুন। পারিবারিক অশান্তি ডেকে আনতে পারেন তাঁরা। পরিবারকে সময় দিন। কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করুন।
আরও পড়ুনঃ মেদিনীপুরের ছেলে মাতাচ্ছে ইন্ডিয়ান আইডলের মঞ্চ! গলি থেকে রাজপথে শুভজিতের গল্প
মকরঃ কোনও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা। কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। শেষ পর্যন্ত ইতিবাচক প্রভাব পড়বে জীবনে।
কুম্ভঃ মন থেকে দুর্ভাবনা দূর করুন। দান এবং সেবামূলক কাজে ব্যয় করলে শান্তি পাবেন। দাম্পত্য জীবন সুখকর থাকবে। গুরুজনের পরামর্শে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে।
মীনঃ সুসংবাদ আসতে পারে। আটকে থাকা টাকা ফেরত আসবে। ব্যক্তিগত সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়া যেতে পারে।
বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।