Live-In Relationship: লিভইন সম্পর্ক মানেই শুধু যৌন খিদে মেটানো, মনে জমে থাকা বারুদ উগরে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

Published On:

বিক্রম ব্যানার্জী: অবিবাহিত তরুণ-তররুনীর এক ছাদের তলায় দিন যাপনের গল্পটা একেবারেই শুনতে চান না সমাজের বৃদ্ধ জনেরা। গতানুগতিক রীতি মেনে বিয়ের পরই সহবাস করতে পারেন দুটি বিপরীত লিঙ্গের মানুষ। এই বাঁধা ধরা নিয়মের বাইরে গিয়ে লিভিইন(Live-In Relationship) বিষয়টি সম্পর্কে আজও বহু ভারতীয় ওয়াকিবহাল নন। যাঁরা জানেন এ প্রসঙ্গে তাঁদের মত, ‘লিভিইন রিলেশনশিপ একেবারেই ঠিক নয়।’ এবার সেই তালিকায় নাম দিলেন সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকড়িও।

অবিবাহিত তরুণ-তরুণীদের লিভিইন সম্পর্ক প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জানান, লিভইন রিলেশনশিপ একেবারেই ঠিক নয়। লন্ডনে গিয়েছিলাম। ব্রিটিশ পার্লামেন্ট। আমি সেখানকার প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছিলাম। তাঁদের প্রশ্ন করেছিলাম, আপনাদের দেশে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা কী? বেকারত্ব, মানুষের না খেতে পাওয়া কোনটি? উত্তর এসেছিল, এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যুবক-যুবতীদের বিয়ে না করা।

সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজেপি মন্ত্রী আরও বলেন, লিভইন নয়, যদি কাউকে ভালবাসেন তাহলে বিয়ে করে নিন। তাঁর দায়িত্ব নিন।। এই লিভিইন রিলেশন আর কিছুই নয়, শুধুমাত্র যৌন খিদে মেটানোর একটা রাস্তা, এই কাজ ভীরুদের জন্য। বর্তমান সময়ে পুরুষদের বিরুদ্ধে ভুয়ো ধর্ষণ মামলা এবং নারীদের খুনের কারণ হিসেবে লিভইন সম্পর্ককে দায়ি করেছেন মন্ত্রী। বলা যায়, বর্তমান যুগের লিভইন রিলেশনশিপ নিয়ে মন্ত্রী তাঁর দীর্ঘদিনের জমে থাকা মতামত ব্যক্ত করেছেন। যে সকল পুরুষ লিভইন সম্পর্কে লিপ্ত তাঁদের উদ্দেশ্যে মন্ত্রীর সংযোজন, এই পথটি আসলে কাপুরুষদের। কাউকে ভালবাসলে তাঁকে বিয়ে করা উচিত।

আরও পড়ুন: স্ক্রিনশট আসল নাকি ফেক, কীভাবে বুঝবেন? রইল উপায়