Abhishek On EVM Rigging: মমতার বক্তব্যে সায় নেই অভিষেকের? ইভিএমে কারচুপি নিয়ে বিরোধীদের শিক্ষা দিলেন তৃণমূল সাংসদ!

Published On:

বিক্রম ব্যানার্জী: মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার ভিন্ন সুরে তোপ দাগলেন বিরোধীদের! সোমবার সংসদের বাইরে দাঁড়িয়ে ইভিএম কারচুপি(EVM Rigging) প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক। তৃণমূল নেতার দাবি, ভোট শুরুর আগে এবং ভোট গণনা পর্ব শেষে সঠিকভাবে ইভিএম খতিয়ে দেখা হলে কারচুপির কোনও সুযোগ থাকে না। বহুবার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ তুলেছিল বিজেপি। অভিযোগের সুর ভেসে এসেছিল সিপিএম ও কংগ্রেসের তরফেও। এবার সেই সব অভিযোগের যোগ্য জবাব দিলেন তৃণমূল নেতা! যা মমতার বক্তব্যে থেকে একেবারেই আলাদা, এমনটাই মনে করছেন অনেকে।

সোমবার সংসদ ভবনের বাইরে ইভিএম প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তা রাজ্যের প্রেক্ষিতে নয়। মূলত সদ্য হয়ে যাওয়া মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ইভিএম কারচুপির অভিযোগ তুলেছিল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি। এবার সেই প্রেক্ষিতেই বিরোধীদের এক হাত নিলেন তৃণমূল নেতা! অভিষেক জানান, আমার মনে হয়, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত। যাঁরা ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁদের কাছে যদি এমন কিছু তথ্য থেকে থাকে, সেটা নির্বাচন কমিশনকে গিয়ে দেখানো উচিত। আমাদের কাছে এই ভিডিও রয়েছে।

তৃণমূল সাংসদ আরও বলেন, আমি বহুদিন ধরেই মাঠে নেমে ভোট করাচ্ছি। আমার মনে হয়, ইভিএম র‌্যান্ডমাইজেশন এবং মক পেলিংয়ের সময় যদি ঠিকভাবে কাজ করা যায় এবং গণনার সময় 17সি ফর্মের সঙ্গে ব্যালট ইউনিট ও কন্ট্রোল ইউনিট যদি ঠিকঠাক ভাবে মিলিয়ে নেওয়া যায, সেক্ষেত্রে ইভিএম কারচুপির কোনও সম্ভাবনা থাকে না। এদিন মূলত ভোট গ্রহণ পর্বে থেকে ভোট গণনার শেষ মুহূর্ত পর্যন্ত দীর্ঘ সময়কে গুরুত্ব দিয়েছেন অভিষেক। তার মতে, বুথ কর্মীসহ সকলে ঠিক মতো কাজ করলে এই ধরনের প্রশ্ন ওঠে না।

আরও পড়ুন: বৃষ্টি বিধ্বস্ত ব্রিসবেন, অজিদের তোপের মুখে পড়ে 4 উইকেট হারিয়ে ধুঁকছে ভারত