বিক্রম ব্যানার্জী: গাব্বায় টেস্টের তৃতীয় দিনে অজিদের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে 4 ভারতীয় ব্যাটার। রোহিত ও রাহুলের কাঁধে চেপে ম্যাচ কিছুটা গড়াতেই বাধ সাধলো বৃষ্টি। তবে একদিনে নবমতম বৃষ্টির ফোঁটা অজিদের পক্ষে সমস্যার হলেও গলদঘর্ম অবস্থায় রোহিতদের জন্য আশীর্বাদ বহে এনেছে। কেননা অস্ট্রেলিয়ান পেসারদের তোপের মুখে পড়ে যে হারে উইকেট হারাচ্ছিল ভারতীয় দল(India), তাতে বৃষ্টি আসায় খানিকটা স্বস্তিতেই অপরাজিত রাহুল-রোহিত।
গতকালই 400 রানের গন্ডি পেরিয়ে তৃতীয় দিনে পা রেখে 445 রানের লক্ষ্য গড়েছিল কামিন্সের দল। শেষ মুহূর্তে এসে সোমবার অ্যালেক্স ক্যারি অজি ব্রিগেডে 40 রান যোগ করেন। দীর্ঘ পথ অতিক্রম করতে ব্যাট হাতে অজিভূমিতে পা রাখে ভারতের ছেলেরা। তবে বৃষ্টি বিধ্বস্ত দিনে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও হ্যাজলউডের কব্জির জোড়ের কাছে মাথা নুইয়ে সাজ ঘরে পেরে 4 ভারতীয় ব্যাটার। দলের কঠিন সময়ে ম্যাচের হাল ধরেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল।
খেলা কিছুটা এগোতেই ফের নিজের যাদু দেখাতে শুরু করে বৃষ্টি। ফলত চাপের মুখে দাঁড়িয়ে 17 ওভারে 51 রান তুলে অগত্যা মাঠ ছাড়েন রোহিতরা। বর্তমানে অস্ট্রেলিয়ার থেকে 394 রানে পিছিয়ে দৌড়াচ্ছে ভারত। তবে তৃতীয় টেস্টের বৃষ্টি বিঘ্ন দিন অস্ট্রেলিয়ার জন্য অশুভ হলেও বিপদ সীমায় দাঁড়িয়ে রাহুলদের কাছে আশীর্বাদসম। যদিও মাত্র 6 উইকেটকে পুঁজি করে দীর্ঘ পথ অতিক্রম করাটা ভারতের জন্য অনেকটাই চাপের হয়ে দাঁড়াবে। সেই রাস্তা মসৃণ করতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতদের টিকে থাকা খুবই প্রয়োজন।
প্রসঙ্গত, তৃতীয় দিনের শুরুতেই ব্রিসবেনের মাঠ ভেজায় বৃষ্টি। এক পশলা-দু পশলায় থেমে থাকেনি প্রকৃতি। একদিনে 9 বার বৃষ্টি নেমেছে গাব্বায়। যার জেরে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন দুইদলের খেলোয়াড়রাই। বৃষ্টির দৌলতে খেলা হয়েছে মাত্র 33.1 ওভার। বর্তমানে বর্ষা বিধ্বস্ত অবস্থায় রাহুল 33 এবং রোহিত শর্মা শূন্যতে টিকে রয়েছেন। ব্রিসবেনের পড়ন্ত বিকেলে কিছুক্ষণের জন্য বৃষ্টি থামলেও ভেজা মাঠ এবং স্বল্প আলোর কারণে খেলার ইতি টানেন আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও রিচার্ড কেটেলবরা।