বিক্রম ব্যানার্জী: চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত-পাকিস্তান দ্বৈরথ অনেকটাই থিতিয়ে গিয়েছে। ভারতের হাইব্রিড মডেলের দাবি মেনে নিয়েছে পিসিবি(PCB)। তবে ভারতের দাবিতে সহমত প্রকাশ করে নিজেদের স্বার্থ সুনিশ্চিত করতেও পিছুপা হয়নি পাকিস্তান। তারাও আসন্ন আইসিসি ইভেন্ট গুলি হাইব্রিড মডেলে আয়োজন করার শর্ত রাখে। ভারতের পাশাপাশি পাক শিবিরের সেই শর্তে বাধা হয়নি আইসিসি। ফলত পাকিস্তান যে আগামী দিনে ভারতে এসে খেলবে না একথা নিশ্চিত। তাদের ম্যাচগুলি আয়োজন করবে শ্রীলঙ্কা। তবে এসবের মধ্যেই ভারতকে বিপাকে ফেলতে নতুন প্রস্তাবে মত দিল প্রতিবেশী দেশ পাকিস্তান।
আইসিসির তরফে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি এখনও। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই দুই দেশের দাবি মেনে আসন্ন ইভেন্ট পরিচালনা করবে তারা। তবে এসবের মাঝেই জন্ম নিয়েছে নতুন জল্পনা। সূত্রের খবর, ভারতের ম্যাচগুলি দুবাইয়ে অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার পাশাপাশি শ্রীলঙ্কার কলম্বোতেও আয়োজনের পক্ষে মত দিয়েছে পাকিস্তান। অর্থাৎ হাইব্রিড মডেল মেনে দুবাই এবং কলম্ব দু জায়গাতেই ভারতের ম্যাচগুলি আয়োজন করতে চায় পিসিবি।
যদিও ভারত প্রথম থেকেই সংযুক্ত আরব আমিরাতেই ম্যাচ খেলার পক্ষপাতী। কারণ, দুবাইয়ে প্রচুর সংখ্যক ভারতীয় বসবাস করেন। তাই দেশের ম্যাচ হাতের নাগালে পেয়ে একেবারেই মিস করতে চাইবেন না কেউই। ফলত দর্শক সংখ্যা বাড়ার পাশাপাশি বিশ্বের অন্যতম আকর্ষণীয় জায়গা দুবাইয়ে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে আখেরে লাভ হবে ভারতের। আর সেই লক্ষ্যেই যাবতীয় বিষয় বিবেচনা করে দুবাইয়ের মাটিতে আক্রমণ শানানোর পক্ষে মত দিয়েছে বিসিসিআই।
প্রসঙ্গত, বিশেষজ্ঞদের মতে ভারতের দাবি মেনেই দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফি পরিচালনা করবে আইসিসি। কাজেই পাকিস্তান যতই ভিন্ন পথে ভারতকে নিয়ে যেতে চাক না কেন গ্রুপ পর্ব সহ ভারতের পরবর্তী ম্যাচ গুলি আরব আমিরাতেই গড়াবে। প্রাথমিক ম্যাচগুলির পর সেমিফাইনাল ও ফাইনালে ভারতের জায়গা হলে সেগুলির গন্তব্যও হবে দুবাই।
আরও পড়ুন: সুখবর! শীঘ্রই চালু হতে পারে নোয়াপাড়া-বারাসাত মেট্রো পরিষেবা, পরিকল্পনা জানালেন মন্ত্রী