Midnapore Athletics: ফের সাফল্য মেদিনীপুরের মেয়ের। গত ৭ থেকে ১১ ডিসেম্বর ওড়িশার (Odisha) ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে (Kalinga Stadium) অনুষ্ঠিত ৩৯তম জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৪ (National Junior Athletics Championship 2024) এ সাফল্য এনেছে ওবামি মুর্মু। অনূর্ধ্ব ১৬ বৎসর বালিকা বিভাগে লং জাম্পে ব্রোঞ্জ পদক অর্জন করেছে সে। তার সাফল্যে উচ্ছ্বসিত মেদিনীপুরের (Midnapore) ক্রীড়ামহল।
গত ৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ৩৯তম জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৪। রাজ্য ও পূর্বাঞ্চলে সাফল্য পেয়ে সেখানে অংশ নিয়েছিল মেদিনীপুরের ওবামি মুর্মু। অনূর্ধ্ব ১৬ বৎসর বালিকা বিভাগে লং জাম্পে ৪.৯৭ মিটার দূরত্ব লাফিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছে মেদিনীপুরের মেয়ে। প্রতিযোগিতার মাঝে ওবামির দাদু তথা বিশিষ্ট সমাজসেবি বিশ্বনাথ মুর্মু ৭ ডিসেম্বর হঠাৎ প্রয়াত হন। শোকাহত হলেও প্রতিযোগিতায় নিজের লক্ষ্য স্থির রেখেছিল ওবামি। জাতীয় স্তরের এই সাফল্য সদ্য প্রয়াত দাদুকেই উৎসর্গ করেছে মেদিনীপুরের মেয়েটি।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে পূর্বাঞ্চলীয় জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদের অনূর্ধ্ব ১৬ লং জাম্পে ৪.১২ মিটার লাফিয়ে প্রথম ও হাইজাম্পে ১.৪৫ মিটারের বাধা অতিক্রম করে দ্বিতীয় হয়েছিল ওবামি মুর্মু। তারও আগে আগস্ট মাসে কলকাতার সাই কমপ্লেক্সে অনুষ্ঠিত ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স স্টেট চ্যাম্পিয়নশিপে মেয়েদের অনূর্ধ্ব ১৬ বিভাগে হাই জাম্পে ১.৪৭ মিটার ও লং জাম্পে ৪.০৩ মিটার লাফিয়ে দুটি বিভাগেই প্রথম হয়েছিল ওবামি। এবার জাতীয় স্তরেও এলো সাফল্য।