Horoscope: ভাগ্যের চাকা খুলে যেতে পারে সিংহ রাশির,বাকিদের কেমন যাবে দিনটি?

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ১৫ই ডিসেম্বর ২০২৪।
মেষঃ স্বামী-স্ত্রীর মেজাজের কারণে মতভেদ। প্রেমে মনোমালিন্য। কারও সাথে ঝগড়া বা মনোমালিন্য। প্রয়োজনে বন্ধুদের থেকে খুব বেশি সাহায্য পাবেন না। পার্টনারশিপ ব্যবসার ক্ষতি। নিজস্ব কোনও দোকান রেস্টুরেন্ট পোল্ট্রি ফার্মের ব্যবসায় লাভ।

বৃষঃ অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার শারীরিক এবং মানসিক ক্ষতি করতে পারে। আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা।

মিথুনঃ ঠান্ডা লেগে কষ্ট। ছাত্র-ছাত্রীর শুভ। রাজনীতিতে শুভ। বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করে মানসিক তৃপ্তি। ব্যবসায় উন্নতি। শেয়ারবাজারে লাভ। সাংস্কৃতিক ইস্যুতে ভাইয়ের সাথে মতভেদ চিন্তার বিষয়। প্রেমিক-প্রেমিকার রেস্টুরেন্টে খেতে যাওয়ার দিন।

কর্কটঃ আর্থিক অবস্থা আজকে অনুকূল বলে মনে হচ্ছে না, এজন্যই আপনার অর্থ সঞ্চয় করা কঠিন হবে। পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় কাটাতে পারেন।

সিংহঃ ভাগ্যের চাকা খুলে যেতে পারে। আজ কোনও না কোনও ভাবে ধনবৃদ্ধি। কারোর সমস্যা সমাধান করবেন তবে পরোপকারের প্রতিদানে কিছু আশা না করাই ভালো। মায়ের শরীর কিন্তু চিন্তার বিষয়। বন্ধু-বান্ধব থেকে ক্ষতি। যানবাহন আস্তে চালান। গৃহ সংস্কার যোগ। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা। ছাত্রছাত্রীদের শুভ। কর্মক্ষেত্রে উন্নতি ও শত্রু নাশ।

আরও পড়ুনঃ অপেক্ষার অবসান কোয়েল ভক্তদের, দ্বিতীয়বার মা হওয়ার খবর সমাজ মাধ্যমে ভাগ করে নিলেন অভিনেত্রী

কন্যাঃ আকস্মিক অর্থাগম আপনার তাৎক্ষণিক খরচের খেয়াল রাখবে। পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যা ভাগ করে নিলে খানিকটা হালকা বোধ করতে পারেন।

তুলাঃ বন্ধুর সাথে মতভেদ। বন্ধুর দ্বারা ক্ষতি। সন্তানের সাফল্যে গর্ববোধ। স্বামী-স্ত্রীর হঠাৎ মেজাজ বৃদ্ধির জন্য দাম্পত্য জীবনে অশান্তির কালো মেঘ। প্রেমিক-প্রেমিকার ভুল বোঝাবুঝি। ছাত্র-ছাত্রীর শুভ।

বৃশ্চিকঃ বিনোদন আপনাকে সপ্তাহব্যাপী জমে থাকা সমস্ত স্ট্রেস এবং ক্লান্তি থেকে মুক্তি দিতে পারে। আজ আপনি উপলব্ধি করতে পারবেন আপনার প্রণয়ী আপনাকে কতটা ভালবাসে।

ধনুঃ মান সম্মান বৃদ্ধি। রাজনীতিতে সাফল্য। শত্রু নাশ। স্বামী-স্ত্রীর মধ্যে সদ্ভাবের অভাব। যানবাহন সাবধানে চালান। পুরনো বাহন বিক্রি করে নতুন বাহন কেনার যোগ। প্রেমের ক্ষতি হবে এবং এর ফলে মনে কষ্ট পাবেন। ব্যবসায় বড় ধরনের বিনিয়োগ না করাই ভালো। বেসরকারি ক্ষেত্রে কর্মরতদের পদোন্নতি।

মকরঃ ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন। কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আজকে আপনি বিরক্ত থাকতে পারেন।

কুম্ভঃ একাধিক নতুন ব্যবসার যোগাযোগ। সরকারি কাজে সাফল্য। কর্মে অগ্রগতি। বেকারদের অসুবিধা হবে না। ভাই বোনের সাথে মধুর সম্পর্ক আর তাদের উন্নতিতে ভূমিকা পালন। নতুন যানবাহন ক্রয় করার যোগ আছে। মূল্যবান কিছু কেনার চেষ্টা করে সফল হবেন। ছাত্র-ছাত্রীর উচ্চ শিক্ষায় সাফল্য সাফল্য। প্রেম সুপারহিট।

মীনঃ আজকে ভাল অর্থ উপার্জন করবেন, কিন্তু খরচ বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় করা কঠিন হবে। আপনার উচ্চ ক্ষমতার সদ্ব্যবহারের চেষ্টা করুন।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।