Mamunul Haque: ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চায়, ভারতীয় নীতি বাংলার মাটি থেকে উপড়ে দিল্লিতে পাঠাতে হবে! বিস্ফোরক মন্তব্য ওপার বাংলার মামুনুলের

Published On:

বিক্রম ব্যানার্জী: বাংলাদেশে ভারত বিদ্বেষী হওয়া ক্রমশ ঝড়ের রূপ নিচ্ছে। ওপার বাংলায়, হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচারের আঁচে পুড়ছে এপারও। সময় যত গড়াচ্ছে দুঃসময়ের বন্ধু ভারতকে ক্রমশ অপদস্ত করার পরিকল্পনা কষছে পদ্মা পাড়ের দেশ। এহেন আবহে ভারত বিরোধী মন্তব্য থেকে শুরু করে প্রতিবেশী দেশের বিভিন্ন রাজ্য দখলের দিবাস্বপ্ন দেখছেন ওপার বাংলার বিদ্যজনেরা। এমতাবস্থায় ভারতকে নিয়ে বড়সড় মন্তব্য করে বসলেন বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব আল্লামা মামুনুল হক(Mamunul Haque)।

‘ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চায়। এদেশের দুটি ইস্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। একটি ভারতীয় সাম্রাজ্যবাদের অগ্রাসন এবং অন্যটি ধর্মনিরপেক্ষতা। গোটা বাংলাদেশ আজ বিরোধীদের রুখতে ঐক্যবদ্ধ। ভারতকে রুখতে হলে 72-এর সংবিধানের ধর্মনিরপেক্ষতা, ভারতীয় নীতি বাংলার মাটি থেকে উৎখাত করে দিল্লিতে পাচার করতে হবে। এই কাজ সফল করা গেলে ইসকন-ফিসকন বাংলাদেশকে কিছুই করতে পারবে না।’ শুক্রবার রাতে বাংলাদেশের কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ জামিয়া ছানি ইউনুছিয়া নামক এক মাদ্রাসায় ইসলামি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্যই আউড়েছেন ওপার বাংলার মামুনুল।

তার বক্তব্য, ‘ভারতের গোলামি থেকে মুক্তি পেতে গেলে বাংলাদেশ থেকে ভারতের বিষবৃক্ষ শেকর থেকে উপড়ে ফেলতে হবে। বাংলাদেশের সংবিধানে ভারত থেকে আমদানি করা ধর্মনিরপেক্ষতা মতবাদগুলি দেশের মাটি থেকে উৎখাত করে দিল্লিতে পাঠাতে হবে।’ ভারত বিরোধী সুর চড়িয়ে বঙ্গবন্ধুকে নিয়ে মামুনুলের সংযোজন, ‘1970 সালের নির্বাচনে শেখ মুজিবর রহমান দেশের হয়ে ভাল কাজ করেছিলেন! 72 সালে সংবিধান তৈরি করে ইসলাম রাজনীতিকে নিষিদ্ধ করেছেন তিনি। তিনি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি দেশের জন্য বেঈমান। 47 সাল থেকে 71 পর্যন্ত তিনি কোনও ধর্মনিরপেক্ষতার কথা বলেন নাই। 72 সালের যে সংবিধান তা শুধুই ভারতের কাছে বাংলাদেশের গোলামিকে নির্দেশ করে।’

আরও পড়ুন: 2026 বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপিয়ান দলগুলি কে কোন গ্রুপ? দেখে নিন তালিকা