বিক্রম ব্যানার্জী: নেপথ্যে সম্প্রতি মুক্তি পাওয়া পুষ্পা 2 মুভি! ঘটনাস্থল, হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটার, সেখানে হঠাৎই উপস্থিত ছবির মূল চরিত্র তথা দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন। প্রিয় অভিনেতাকে দেখতে হামলে পড়ল শয়ে শয়ে ভক্ত। প্রবল জনজোয়ারের মাঝে পছন্দের তারকাকে এক ঝলক দেখতে হাজির হয়েছেন আরও এক মহিলা ভক্ত এবং তার 8 বছরের ছেলে। তবে সেই খুশির মুহূর্তই যে জীবনের অন্তিম সময় হয়ে দাঁড়াবে একথা স্বপ্নেও কল্পনা করতে পারেননি ওই মহিলা।
আল্লুকে দেখতে সিনেমা হল জুড়ে ভিড় ছিল এতটাই যে মহিলা ভক্তের শরীর এবং পায়ের মাঝে ফারাক চোখে পড়েনি উত্তেজিত দর্শকের। ঘটনাস্থলেই পদদলিত হয়ে মৃত্যু হয় 39 বছর বয়সী রেবতীর। এরপরই অভিনেতাকে গ্রেফতার করে পুলিশ। শুরু হয় সমালোচনার ঝড়ো হওয়া। তবে তেলেঙ্গানা হাইকোর্টের হস্তক্ষেপে অন্তরবর্তী জামিন মঞ্জুর হয় আল্লুর। সহ অভিনেতা তথা দীর্ঘদিনের বন্ধু পুষ্পা রাজের গ্রেফতারি নিয়ে প্রথমদিকে নীরবই ছিলেন অভিনেত্রী রাশমিকা মান্দানা(Rashmika Mandanna)। তবে এবার ক্ষোভ উগড়ে দিলেন তিনি।
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষায় বাঁধ সেধে আল্লুর গ্রেফতারি নিয়ে সমাজমাধ্যমে স্টোরি পোস্ট করে বসলেন অভিনেত্রী। সেখানে নায়িকা লিখেছেন, এসব কী দেখছি আমি? যেন বিশ্বাস করতে পারছি না। সেদিন যে ঘটনাটি ঘটেছিল তা সত্যিই বেদনাদায়ক। তবে এটা দেখে খারাপ লাগছে, গোটা ঘটনার দায় কীভাবে একটা মানুষের ঘাড়ের চাপিয়ে দেওয়া হলো। দুই ঘটনায় আমি সত্যিই মর্মাহত। দক্ষিণী অভিনেতা প্রসঙ্গে অভিনেত্রীর বহু প্রতীক্ষিত ইনস্টাগ্রাম স্টোরি দেখে ভক্তরা যে খুব একটা অবাক হননি একথা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: ভারতের দাবিতেই সীলমোহর, চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলই, লাভ হলো পিসিবির!
Mamunul Haque: ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চায়, ভারতীয় নীতি বাংলার মাটি থেকে উপড়ে দিল্লিতে পাঠাতে হবে! বিস্ফোরক মন্তব্য ওপার বাংলার মামুনুলের