কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ১৪ই ডিসেম্বর ২০২৪।
মেষঃ আজ কোনো মতামত পেশ করতে যাবেন না যেচে। ঝগড়াঝাটি এড়িয়ে যাবেন।শরীরের কোনও অংশে যন্ত্রণা বাড়তে পারে।নিজের চেষ্টায় প্রচুর অর্থ আয় করতে পারবেন আজ। হজমের গন্ডগোল হতে পারে।
বৃষঃ সৃষ্টিহীন চিন্তাভাবনা সাফল্য আনতে পারে। বেশি মুনাফার জন্য বিনিয়োগে ঝুঁকি নেবেন না। কাজকর্মে মনযোগ দিন, গ্রহের স্থিতি মানসিক পরিবর্তন আনতে পারে। ব্যবসায়ীরা ধারে জিনিস দেবেন না। পায়ের ব্যথা নিয়ে উদ্বেগে থাকবেন। বন্ধুদের সঙ্গে অশান্তি এড়িয়ে চলুন।
মিথুনঃ উন্নতি সুযোগ আজকে আপনার দোরগড়ায়। অনেক দিনে কাল ঘাম এক করা কাজের দাম পেতে পারেন আজকে। তবে দেখবেন আজ কিন্ত অকারণে ক্ষতিপুরণ দিতে হতে পারে, তাই টিকিট কেটে ট্রেনে উঠুন বা হেলমেট পড়ে আইন মেনে গাড়ি চালান।
কর্কটঃ অফিসের জনপ্রিয়তা বাড়তে পারে। বাড়িতে বা অফিসে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। আপনার অস্থিরতার জন্য প্রচুর ক্ষতি হতে পারে। আজ সারা দিন প্রচুর খাটনি হতে পারে।
সিংহঃ আপনি অতীতের সম্মুখীন হতে পারেন। যা আপনার সঙ্গে ঘটেছে কয়েক বছর আগে, এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। আজ চাপ থাকতে পারে। তবে সেই চাপ খুলে দিতে পারে ভবিষ্যতের শিকে।
কন্যাঃ নেতিবাচক চিন্তা আজ মন দখল করতে পারে। কারও প্রতি ঈর্ষা-দ্বেষের ভাবনা আসতে পারে। অফিসে বস আপনার ওপর অসন্তুষ্ট হতে পারেন। টিমওয়ার্কে জোর দিন, উপকার হবে। ব্যবসায়ীরা গ্রাহকদের আকৃষ্ট করার পন্থা ভাবুন। চুল উঠতে থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
তুলাঃ আপনার সময়টা কিছুটা কঠিন যাচ্ছে। তবে শুরুটা হিসাব করলে অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে আপনার পরিস্থিতি। এ ক্ষেত্রে কারণটা অবশ্যই আপনার বাড়ি। আপনি যাঁদের সঙ্গে রয়েছেন তাঁদের কথা শুনুন, পরিস্থিতির বদল আসবে। আর্থিক চাপে রয়েছেন আপনি, তবে সমস্ত অসুবিধা কেটে যাবে।
আরও পড়ুনঃ গ্রেফতার আল্লু অর্জুন, 14 দিনের জন্য থাকবেন হেফাজতে
বৃশ্চিকঃ কাজ যদি আশামত নাও হয়, হার মানবেন না। এখন চেষ্টা করুন, ভবিষ্যতে ফল পাবেন। অফিসের কাজে যেন ভুল না হয়, যাঁরা ইনসেন্টিভ বেসড চাকরি করেন, তাঁরা লাভ করতে পারেন। দীর্ঘ সময় ধরে তেল-ঝাল-মশলা খেলে সতর্ক হোন, পেটের সমস্যা হতে পারে।
ধনুঃ ছোট ছোট ব্যাপারে আজ মানসিক উদ্বেগ থাকবে। ধ্যান করুন, শান্তি পাবেন। অফিসের কাজ আগে থেকে পরিকল্পনা করে করুন, যেভাবেই হোক, কাজ শেষ করুন। আলস্য করবেন না, কঠোর পরিশ্রম করুন। ব্যবসায়ীরা ব্যবসা বাড়ানোর চেষ্টা করুন।
মকরঃ আপনার সামনের মানুষ বা ব্যক্তি কাউকেই আপনার হতাসার কারণ হতে দেবেন না। আপনার বুদ্ধি এবং অভিজ্ঞতা দিয়ে সমস্যার মোকবিলা করুন। প্রয়োজনে বিশেষ কোনও মানুষের সাহায্য নিন, কারণ আপনি সবটা একা হাতে নাও সামলাতে পারেন।
কুম্ভঃ আপনার সময়টা ভালই যাচ্ছে। যদি আপনি কোনও দলের নেতৃত্ব দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নেতৃত্ব আরও দৃঢ় হতে পারে। আপনার ভাগ্যে আপনার সঙ্গের ভাগ্য খুলবে।
মীনঃ পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন, দিনের শেষে আর্থিক পরিস্থিতি পাল্টাবে। লাভের বদলে কাজে ফোকাস করুন। কাজে অবহেলা করবেন না, গ্রহ আপনার বিরোধিতা করবে। অফিসের ডেটা সামলে রাখুন। অফিসের গোপন তথ্য কারও কাছে প্রকাশ করবেন না। ব্যবসায়ে অর্থহানির আশঙ্কা, উদ্বিগ্ন হবেন না, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।