Midnapore Athletics Meet: মেদিনীপুরে অনুষ্ঠিত হল আন্তঃকলেজ অ্যাথলেটিকস মিট ২০২৪ (Inter College Athletics Meet 2024)। সেখানেই একাধিক বিভাগে পদক ছিনিয়ে নিল নায়াগ্রাম পণ্ডিত রঘুনাথ মূর্মূ গভর্মেন্ট কলেজের পড়ুয়ারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য সৌরভ দাস। বিশ্ববিদ্যালয়ের রেকর্ড ভেঙে লং জাম্প ও ১০০ মিটার দৌড় বিভাগে সোনা জিতে নিয়েছে সে।
আরও পড়ুন: নতুন প্রজন্মের Gemini 2.O নিয়ে এলো Google, রয়েছে একাধিক অত্যাধুনিক AI ফিচার
গত ১১ ডিসেম্বর ও ১২ ডিসেম্বর মেদিনীপুরের শহীদ ক্ষুদিরাম গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ অ্যাথলেটিকস মিট ২০২৪। সেখানে বিশ্ববিদ্যালয়ের রেকর্ড ভেঙে লং জাম্প ও ১০০ মিটার দৌড় বিভাগে সোনা জিতে নিয়েছে সৌরভ দাস (Midnapore Athletics Meet)। ৫০০০ মিটার দৌড়ে রুপো ও ১৫০০ মিটার দৌড়ে ব্রোঞ্চ জিতেছে স্বদেশ মাহাতো। মহিলাদের লং জাম্পে সোনা ও শর্ট পুটে রুপো জিতে নিয়েছে দীপশ্রী মুদি।
আরও পড়ুন: Midnapore Water Tank: মেদিনীপুরের জলাধারের ১০০ বছর অতিক্রান্ত, ইতিহাসকে সঙ্গী করে বহমান ঐতিহ্য
পড়াশোনা, গবেষণা হোক বা খেলাধূলা, সর্বত্রই প্রতিভার স্বাক্ষর রাখে মেদিনীপুর। সাম্প্রতিক সময়ে রাজ্য, জাতীয়, আন্তর্জাতিক বিভিন্ন স্তরে সাফল্য পেয়েছেন মেদিনীপুরের খেলোয়াড়রা। তাদের দৌড়টা শুরু হয়েছিল স্থানীয় স্তর থেকেই। তাই আন্তঃকলেজ এই মিটে একই কলেজের তিন অ্যাথলিটকে নিয়ে স্বপ্ন দেখছে মেদিনীপুর। একই কলেজের তিন পড়ুয়ার এই সাফল্যে উচ্ছ্বসিত কলেজের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা।