Chinese Footballer: ঘুষ নেওয়ার অপরাধে চিনের কিংবদন্তি ফুটবলারকে 20 বছরের কারাদণ্ড দিল আদালত

Published On:

বিক্রম ব্যানার্জী: চিনের অন্যতম সেরা ফুটবলার ছিলেন তিনি(Chinese Footballer)। বিভিন্ন সময়ে ক্রীড়া জগতের নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে ব্যস্ত রাখেন নিজেকে। খেলেছেন এভারটন ও শেফিল্ড ইউনাইটেডের মতো ক্লাব গুলিতে। চিনা ফুটবল তারকারা যাঁকে অনুপ্রেরণা মনে করে এসেছে এতদিন সেই কিংবদন্তি প্রাক্তন ফুটবলার লি টাইয়ের(Chinese Footballer) বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল। যার জেরে খেলোয়াড়কে 20 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

চিনের প্রাক্তন ডিফেন্সিভ মিডফিল্ডারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এটাই প্রথম নয়। এর আগে বহুবার ম্যাচ ফিক্সিং, কোচিংয়ের চাকরি দেওয়ার নাম করে ঘুষ নেওয়া এবং ম্যাচ চলাকালীন ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কিংবদন্তি ফুটবলার লি টাইয়ের বিরুদ্ধে একাধিক ভয়ঙ্কর সব অভিযোগ এবং তার ভিত্তিতে মামলা কার্যক্রমকে চিনের সি চিন পিং সরকারের দুর্নীতি বিরোধী কঠিন অবস্থান হিসেবেই দেখা হচ্ছে। যদিও একাধিক ঘুষের প্রস্তাব দেওয়ার কথা নিজে মুখেই স্বীকার করেছেন লাখ লাখ চিনা তরুণের অনুপ্রেরণা এই প্রাক্তন ফুটবলার।

সূত্র বলছে শুধু লি টাই নন, ঘুষ নেওয়ার অভিযোগে কারাদণ্ড ভোগ করছেন চিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আরও 3 সদস্য। এছাড়াও ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে ঘুষ নেওয়ার মতো ভয়ংকর অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে 12 জনেরও বেশি কোচ ও ফুটবলারের বিরুদ্ধে। তবে দুর্নীতিগ্রস্তদের তালিকায় লি টাইয়ের নাম একেবারেই কল্পনা করতে পারেনি চিনের ফুটবল প্রিয় মানুষেরা। জানা যায়, 2020 সাল থেকে 2021 সালের ডিসেম্বর পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন লি টাই। আর ঠিক সেই সময়েই নাকি বড়সড় দুর্নীতিতে নাম জড়ায় কিংবদন্তি ফুটবলারের। খেলোয়াড়ের বিরুদ্ধে উঠে আসে একাধিক অকল্পনীয় অভিযোগ।

বেশ কিছু বিদেশি সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত মার্চে, 1 কোটি ডলারেরও বেশি অর্থ ঘুষ বাবদ নেওয়ার কথা সহাস্যে স্বীকার করেছেন লি টাই। এক সময়ে যাঁকে নিয়ে গর্ববোধ করত দেশের জনগণ, সেই কিংবদন্তি ফুটবলারের দুর্নীতি সংক্রান্ত বিষয়গুলি নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছে চিনের সরকারি সম্প্রচারক সিসিটিভি। আর সেখানেই নিজের কুকর্মের কথা স্বীকার করেছিলেন খেলোয়াড়। লি টাই বলেন, আমি অত্যন্ত দুঃখিত। আমার উচিত ছিল সতর্ক থাকা এবং সঠিক পথে নিজেকে চালনা করা। এমন কিছু বিষয় ছিল যা সেই সময়ে বেশ প্রচলিত ছিল।

উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে সিএফ-এর প্রাক্তন প্রেসিডেন্ট চেন জুইউয়ানকে 1 কোটি 10 লাখ ডলার ঘুষ নেওয়ার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড শুনিয়েছিল আদালত। তার অপরাধ চিহ্নিত হওয়ার পর থেকেই সাম্প্রতিক সময়ে চিনের ফুটবল জগতে ঘুষ নেওয়ার মতো দুর্নীতির ঘটনা ক্রমশ প্রকাশ্যে আসছে। যে তালিকায় নতুন মাত্রা যোগ করেছে দেশটির কিংবদন্তি ফুটবলার লি টাইয়ের অপরাধ। প্রাক্তন ফুটবলেরের দুর্নীতির কথা কানে আসতেই বিশেষজ্ঞদের একাংশ ধারণা করছেন, এভাবে দিনের পর দিন চিনের ফুটবল জগতে দুর্নীতি বাড়তে থাকলে, দেশের ফুটবল আলোচনা থেকে অনেকটাই দূরে সরে যাবে।

আরও পড়ুন: নতুন প্রজন্মের Gemini 2.O নিয়ে এলো Google, রয়েছে একাধিক অত্যাধুনিক AI ফিচার