Midnapore Water Tank: মেদিনীপুরের জলাধারের ১০০ বছর অতিক্রান্ত, ইতিহাসকে সঙ্গী করে বহমান ঐতিহ্য

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore Water Tank: পশ্চিম মেদিনীপুরের (Paschim Midnapore) জেলা শহর মেদিনীপুর মানেই ঐতিহ্য, মেদিনীপুর (Midnapore) মানেই ইতিহাসের গন্ধ! রাজ্যের অন্যতম প্রাচীন শহর তথা পৌরসভা ক্ষেত্রগুলির অন্যতম হল মেদিনীপুর শহর (Midnapore)৷ সেখানেই ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে প্রাচীন জলট্যাঙ্ক (Midnapore Water Tank)। এই বছর শতবর্ষে পদার্পণ করেছে জলাধারটি।

আজ থেকে প্রায় ১৫০ বছর আগে গড়ে উঠেছিল মেদিনীপুর পুরসভা৷ মেদিনীপুরের জলকষ্ট আগেও ছিল। তা সমাধানে পৌরসভা গঠনের প্রায় অর্ধশতাব্দী পরে ১৯২৪ সালে শহরের সুউচ্চস্থানে গড়ে ওঠে জলাধারটি। জলাধার নির্মাণের ব্যয়ভার সামলাতে অর্থদান করেন বর্ধমানের রাজা, মহিষাদলের রাজা, ময়ূরভঞ্জের রাজা মিলিয়ে ২৮ জন। বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সাহায্যকারী রাজা নগেন্দ্রলাল খানের নামে হয় জলাধারের নামকরণ।

জলাধারের নির্মাণ হয় ইঁট দিয়ে। চারিদিকে ১২টি আর্চ বিম। কয়েক হাজার গ্যালন জলধারণ ক্ষমতা৷ তারপর বহু বছর মেদিনীপুরবাসীর জলের চাহিদা মিটিয়ে এসেছে এই জলাধার। এখন শতবর্ষ অতিক্রম করার পর তার কর্মকুশলতায় ভাটা পড়লেও ঐতিহ্য অমলিন।