বিক্রম ব্যানার্জী: হ্যালো জেমিনি.. চ্যাট বক্সে একথা লিখতেই অপর প্রান্ত থেকে ভেসে আসে, ‘হ্যালো! আমি জেমিনি। তোমার জন্য কিছু করতে পারি?’ তৎক্ষণাৎ নিজের জিজ্ঞাস্য বিষয় আউড়ে ফেলেন ব্যবহারকারী। তবে আন্তর্জাতিক টেক জায়ান্ট গুগল বলছে, এবার তারা জেমিনির পরবর্তী প্রজন্ম অর্থাৎ Gemini 2.O নিয়ে এসেছে। সংস্থা সূত্রে খবর, নতুন এই এআই মডেলটি বর্তমান মডেলের তুলনায় অনেক বেশি সক্রিয় এবং দ্রুতগতিসম্পন্ন হবে।
গুগলের এই নতুন সংস্করণটি Gemini 2.O ফ্ল্যাশ হিসেবে পরিচিত। জানা যাচ্ছে, জেমিনির এই নয়া অবতার গুগলের পূর্ববর্তী অর্থাৎ বর্তমান জেমিনি মডেলের তুলনায় অনেক বেশি স্মার্ট এবং কার্যকরী। গুগলের এই নয়া এআই সংস্করণটি টেক্সট, অডিও, ভিডিও এবং ইমেজ ইনপুট বোঝার পাশাপাশি মাল্টিমোডাল আউটপুটও তৈরি করার ক্ষমতা রাখে। অর্থাৎ যে কোনও ছবির সঙ্গে Gemini 2.O একটি আকর্ষণীয় লেখা যোগ করতে পারে। সূত্র বলছে, গুগলে এমন ফিচার এটাই প্রথম।
বাড়তি আর কী কী কাজ করতে পারে Gemini 2.O? গুগল বলছে, সদ্য আগত এই সংস্করণটি অতিরিক্ত নেটিভ টুলের সাথেও কাজ করতে পারবে। সেক্ষেত্রে গুগল সার্চ প্রশ্নে এই নয়া মডেল ব্যবহারকারীদের সাহায্য করবে। এছাড়াও অন্যান্য থার্ড-পার্টি কাজের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে এই মডেল। সংস্থাটি আরও জানায়, মূলত এআই এজেন্টের ধারণা মাথায় রেখেই এই Gemini 2.O তৈরি করা হয়েছে। তাদের দাবি, এই মডেল জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতির ক্ষেত্রে পরবর্তী বা ভবিষ্যৎ পথ বাতলে দেবে।
উল্লেখ্য, Gemini 2.O প্রসঙ্গে গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সমন্বিত আমাদের এজেন্টিক যুগের জন্য তৈরি মডেলগুলি আগামী বা ভবিষ্যত প্রজন্মের একটা নতুন পথ তৈরি করবে। মডেল গুলির দৌলাতে পরবর্তী যুগের সূচনা করতে পেরে আমরা অত্যন্ত এক্সাইটেড। এখনও পর্যন্ত গুগলের সবচেয়ে সক্ষম এআই মডেল Gemini 2.O।
টেক জায়ান্ট সিইও আরও বলেন, গুগলের নতুন সংযোজন Gemini 2.O জানুয়ারির মধ্যে ক্রমাগতভাবে ইউজার ও ডেভলপারদের মধ্যে ছড়িয়ে যাবে। তবে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে না চাইলে এর একটি চ্যাট অপটিমাইজড সংস্করণ ওয়েবে এবং অ্যাপে এখনই ব্যবহার করতে পারবেন জেমিনি ব্যবহারকারীরা।