BGB: উত্তেজনার মাঝেই সম্প্রীতির নজির ভারত-বাংলাদেশ সীমান্তে, সীমানা পেরিয়ে ওপারে ঢুকে পড়া গরু ফিরে পেলেন ভারতীয় মালিক

Published On:

বিক্রম ব্যানার্জী: সাম্প্রদায়িক হিংসায় জ্বলছে ওপার বাংলা, হিন্দু অত্যাচারের আঁচ ছড়িয়ে পড়েছে এপারেও। বেড়েছে নিরাপত্তা, ভারত বিদ্বেষী হাওয়ায় চির ধরেছে দুই দেশের সম্পর্কে, ভেঙেছে দুই বাংলার বিশ্বাসের অটুট বন্ধনও। পরিস্থিতি যখন এমন, ঠিক সেই মোক্ষম সময়ে সম্প্রীতির নজির গড়লেন বাংলাদেশের সীমান্ত রক্ষী তথা বিজিবি(BGB) সদস্যরা। বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্ত পথে ভারতীয় মালিকের গরু ফিরিয়ে দিয়েছেন তাঁরা(BGB)।

ঘটনাটি সূত্রপাত হয় মঙ্গলবার সন্ধ্যায়, এদিন ঘুরতে ঘুরতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে যায় ভারতের একটি গরু। এরপরই তা নজরে আসে বিজিবি সদস্যদের। বুধবার বিকালে ভারত-বাংলাদেশ হিলি সীমান্তের মেইন পিলার 185/03 সংলগ্ন জিরো পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ ও বিএসএফ সদস্যদের পতাকা বৈঠকের মাধ্যমে পোষ্যটিকে ফিরে পান ভারতীয় যুবক। তবে তার নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, দুই দেশের পতাকা বৈঠকে বাংলাদেশের জয়পুরহাট-20 বিজিবি ব্যাটেলিয়ানের পক্ষ থেকে অংশগ্রহণ করেছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের সিপি ক্যাম্পের কমান্ডার শাহদাত হোসেন এবং বিএসএফ বাহিনীর হিলি ক্যাম্পের ইন্সপেক্টর শিবচারণ।

ভারতীয় মালিকের গরুটি পতাকা বৈঠকের মাধ্যমে বিশেষ উদ্যোগে প্রতিবেশী দেশকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে সুবেদার শাহদাত হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় হিলি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ে ভারতীয় মালিকের একটি গরু। পরবর্তীতে বিএসএফের তরফে গরুটি ফেরত চাওয়ার অনুরোধ করা হলে বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে পোষ্যটিকে প্রকৃত ভারতীয় মালিকের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

শাহদাতের শেষ সংযোজন, ভারত-বাংলাদেশ সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল এই ঘটনা। বিজিবির তরফে বরাবরই প্রতিবেশী দেশের প্রতি আন্তরিকতা বজায় রাখা হয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।

আরও পড়ুন: বাংলাদেশ সীমান্তের মংডু শহর আরাকান আর্মির দখলে, গ্রেফতার কুখ্যাত সেনা কর্তাসহ কয়েক শো সদস্য