বিক্রম ব্যানার্জী: উত্তপ্ত বাংলাদেশের সীমান্তবর্তী প্রতিবেশী দেশ মিয়ানমারের অন্যতম শহর মংডু বর্তমানে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির(Arakan Army) দখলে। সম্প্রতি এমনটাই দাবি করেছে মিয়ানমারের আরাকান আর্মি(Arakan Army) আধিকারিকরা। সূত্রের খবর, আরাকান আর্মিদের দখলে থাকা মংডুর সর্বশেষ ঘাঁটি থেকে কুখ্যাত সেনাকর্তা ব্রিগেডিয়ার জেনারেল থুরিন তুনসহ মিয়ানমারের জান্তা বাহিনীর কয়েক শো সেনা সদস্যকে গ্রেফতার করেছে আরাকান আর্মি(Arakan Army)।
বুধবার মিয়ানমারের এক জনপ্রিয় সংবাদ মাধ্যম জানায়, দেশটির গুরুত্বপূর্ণ শহর সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দখলে থাকায় যথেষ্ট চাপ বেড়েছে জান্তা সরকারের ওপর। জানা গিয়েছে, গত বছর অর্থাৎ 2023 সালের নভেম্বরে মিয়ানমারের পশ্চিমাংশের রাখাইন রাজ্যে কর্মরত নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিতে হামলা চালায় আরাকান আর্মির সদস্যরা। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়।
মঙ্গলবার আরাকান আর্মির তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, মিয়ানমারের মুংডু শহরের পুরোটাই বর্তমানে তাদের নিয়ন্ত্রণে। শহরটিতে বসবাসকারী মানুষের সংখ্যা 1 লাখ 10 হাজারেরও বেশি। সশস্ত্র গোষ্ঠীর তরফে আরও বলা হয়, গত রবিবার সকালেই মুংডু সংলগ্ন জান্তার সর্বশেষ ঘাঁটি দখল করে নেন তাঁরা। যার জন্য একটানা 2 মাস লড়াই করে যেতে হয়েছে তাঁদের। তবে সবশেষে এসেছে সাফল্য। জান্তা ঘাঁটি দখলের পাশাপাশি ঘাঁটির কমান্ডারসহ কয়েকশো জান্তা সেনাকে গ্রেফতার করেছে তাঁরা।
আরাকান আর্মির তরফে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, জান্তা ঘাঁটি দখলের পরই আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করছেন সেনারা। এরপরই ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সাদা পতাকা হাতে বেরিয়ে আসছেন জান্তার সদস্যরা। যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি। এ বিষয়ে জান্তা সরকারের কাছে জানতে চাওয়া হলে তারা আরাকান আর্মি প্রসঙ্গে মুখ খুলতে চাননি।
এর আগে আরাকান আর্মিদের বিরুদ্ধে একাধিক ভয়ঙ্কর অভিযোগ আনেন মিয়ানমারের আরাকান রাজ্যের প্রবাসী রোহিঙ্গা গোষ্ঠীর লোকজন। তাদের দাবি, আরাকান আর্মির সদস্যরা রোহিঙ্গাদের ওপর অত্যাচার করছে, তাদের বাড়িঘর লুট করছে, এবং সেগুলিকে জ্বালিয়ে দিচ্ছে। যদিও সেই অভিযোগ একেবারেই আমলে নেননি, আরাকান আর্মি আধিকারিকরা। বলা বাহুল্য, বাংলাদেশ সীমান্তে নাফ নদীর ওপারে অবস্থিত মিয়ানমারের মুংডু শহর। যা বর্তমানে আরাকান আর্মির দখলে থাকায় চাপ বেড়েছে জান্তা সরকারের।
আরও পড়ুন: বড় খবর! লেবানন থেকে সেনা প্রত্যাহার করছে ইজরায়েল, শুরু হলো যুদ্ধবিরতি